জয় হাতছাড়া ফ্রান্সের

এদিকে, এই গ্রুপের অন্য ম্যাচে ডেনমার্ক ২-১ গোলে হারিয়েছে অস্ট্রিয়াকে। খেলার ২৮ মিনিটে পিয়েরে এমিল হজবার্গের গোলে এগিয়ে গিয়েছিল ড্যানিশরা।

Must read

স্পিলিট, ৭ জুন : নেশনস কাপের দ্বিতীয় ম্যাচেও জয় অধরা গতবারের চ্যাম্পিয়ন ফ্রান্সের। প্রথম ম্যাচে ডেনমার্কের বিরুদ্ধে হারের পর, সোমবার রাতে ক্রোয়েশিয়ার কাছে ১-১ গোলে ড্র করছে ফ্রান্স। ফলে দু’ম্যাচে মাত্র এক পয়েন্ট পেয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পথে বিশ্বচ্যাম্পিয়নরা।
২০১৮ বিশ্বকাপ ফাইনালের পর নেশনস কাপে এ নিয়ে তৃতীয়বার পরস্পরের মুখোমুখি হয়েছিল প্রান্স ও ক্রোয়েশিয়া। আগের দু’বার ফরাসিরা জিতলেও, এবার কিন্তু জয় অধরাই রইল তাদের। চোটের কারণে দলের দুই সেরা তারকা কিলিয়ান এমবাপে ও করিম বেঞ্জেমাকে এই ম্যাচে পায়নি ফ্রান্স। প্রথমার্ধের খেলা গোলশূন্যভাবে শেষ হওয়ার পর, ৫২ মিনিটে আদ্রিয়ান র‍্যাবিওঁর গোলে এগিয়ে গিয়েছিল ফরাসিরা-ই। কিন্তু ৮৩ মিনিটে পেনাল্টি থেকে সেই গোল শোধ করে দেন আন্দ্রে ক্রামারিক।

আরও পড়ুন-চাকরিপ্রার্থীর পাশে মানবিক চেয়ারম্যান

এদিকে, এই গ্রুপের অন্য ম্যাচে ডেনমার্ক ২-১ গোলে হারিয়েছে অস্ট্রিয়াকে। খেলার ২৮ মিনিটে পিয়েরে এমিল হজবার্গের গোলে এগিয়ে গিয়েছিল ড্যানিশরা। তবে ৬৭ মিনিটে ম্যাচে সমতা ফেরান অস্ট্রিয়ার জেভিয়ার শ্লেগার। যদিও ৮৪ মিনিটে জেনমার্কের হয়ে জয়সূচক গোলটি করেন জেনস লারসেন। টানা দু’ম্যাচ জিতে ছয় পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে ড্যানিশরা।

Latest article