সংবাদদাতা, বালুরঘাট : কঠিন অঙ্ক কষে সেরার শিরোপা। লিটল জিনিয়াস প্রতিযোগিতায় ৭টি স্কুলকে পিছনে ফলে এগিয়ে এল বালুরঘাট উচ্চবালিকা বিদ্যালয়ের ছাত্রী অর্পিতা ঘোষ (Arpita Ghosh)। ২০টি সঠিক অংক করে লিটল জিনিয়াস প্রতিযোগিতা ২০২১-তে সেরা জিনিয়াসের স্থান লাভ অর্পিতা। উল্লেখ্য, রাজ্যস্তরে মেধাবীদের চিহ্নিতকরণের উদ্দেশ্যে বিদ্যালয় শিক্ষা উন্নয়ন মিশনের পরিচালনায় প্রতিবছর লিটল জিনিয়াস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। চলতি বছরের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট বাস স্ট্যান্ড এলাকার অর্পিতা ঘোষ (Arpita Ghosh)। ২০টি কঠিন অঙ্ক নিমেষে করে একপ্রকার নজির তৈরি করে এই পড়ুয়া। ক্যালকাটা ইউনিভার্সিটি ইন্সটিটিউট অডিটোরিয়ামে আয়োজিত একটি অনুষ্ঠানে তার হাতে তুলে দেওয়া হয় পুস্কার। অর্পিতা ঘোষ জানিয়েছে ভবিষ্যতে সে চিকিৎসক হতে চায়।
আরও পড়ুন-রাজ্যে বাড়ল বোরো চাষের এলাকা