রাজ্যে বাড়ল বোরো চাষের এলাকা

Must read

ব্যুরো রিপোর্ট : গোটা দেশের মধ্যে পশ্চিমবঙ্গে (West Bengal) এবার সর্বাধিক জমিতে বোরো ধান (Boro Paddy) ও তৈলবীজ চাষ হচ্ছে। দেশে গ্রীষ্মকালীন ফসলের চাষের হার কমলেও এ রাজ্যে উন্নত জলসেচ ব্যবস্থার মাধ্যমে আরও বেশি জমিকে বোরো চাষের আওতায় আনা গিয়েছে বলে রাজ্যের কৃষি দফতর সূত্রে খবর মিলেছে। এবার রাজ্যে ৯.২৭ লক্ষ হেক্টর জমিতে বোরো ধানের (Boro Paddy) বীজ বোনা হয়েছিল। ধান উৎপাদনের সময় এসে গিয়েছে। তেলেঙ্গানা, কর্ণাটক, তামিলনাড়ু, ওড়িশা, গুজরাট, কেরল-সহ কয়েকটি রাজ্যেও এই চাষ হচ্ছে। উল্লেখ্য, খরিফ এবং রবি মরশুমের মাঝে জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে গ্রীষ্মকালীন চাষ হয়। ফসল তোলা হয় এপ্রিল-মে মাসে।

আরও পড়ুন-ক্ষতিগ্রস্ত সুন্দরবনের উন্নয়নে নজর জেলা পরিষদের বাজেটে, গ্রামীণক্ষেত্রে বিপুল বরাদ্দ

কৃষি মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, গতবারের চেয়ে গোটা দেশের নিরিখে এবার কম জমিতে চাষ হচ্ছে। গতবার যেখানে ২৯.৮৮ লক্ষ হেক্টর জমিতে চাষ হয়েছিল, এবার তা হচ্ছে ২৭.৮৯ লক্ষ হেক্টরে। অর্থাৎ প্রায় ২ লক্ষ হেক্টর কম জমিতে। গ্রীষ্মকালীন বাকি ফসলের ক্ষেত্রে সার্বিকভাবে গতবারের চেয়ে বেশি এলাকায় চাষ হচ্ছে। ডাল চাষের এলাকা গতবারের থেকে বেড়েছে ২.৫৮ লক্ষ হেক্টর। তৈলবীজ হচ্ছে ০.৪১ লক্ষ হেক্টর বেশি জমিতে। দানাশস্যের ক্ষেত্রেও এলাকা বেড়েছে। গতবারের থেকে এবার গ্রীষ্মকালীন চাষের এলাকা ২.৭৬ লক্ষ হেক্টর বেড়েছে। ডালের ক্ষেত্রে রাজ্যে ০.৭৬ লক্ষ হেক্টর জমিতে চাষ হচ্ছে। ১.৩৭ লক্ষ হেক্টর জমিতে দানাশস্য এবং ২.১৬ লক্ষ হেক্টর জমিতে তৈলবীজ চাষ হচ্ছে। সব মিলিয়ে রাজ্যে গ্রীষ্মকালীন চাষের এলাকা অনেকটাই বেড়েছে।

Latest article