কয়েক সপ্তাহ ধরেই দেশভাগ বিতর্কে উত্তাল হয়ে রয়েছে কর্নাটক (Karnataka)। সেখানে উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমারের ভাই কংগ্রেস (Congress) সাংসদ ডি কে সুরেশ জানান কেন্দ্র যদি এভাবে বঞ্চনা করতে থাকে তাহলে আলাদা দেশের দাবিতে সরব হতে বাধ্য হবে দক্ষিণের রাজ্যগুলো। এই বক্তব্যের পরেই সংসদে সরব হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যদিও কোনও ব্যক্তি বা রাজ্যের নাম তিনি উল্লেখ করেননি।
আরও পড়ুন-চিকিৎসায় গাফিলতিতে মৃত্যু পোষ্যের, মামলা গড়াল হাইকোর্টে
এহেন পরিস্থিতিতে, কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরের এই স্লোগান ফের দেশের রাজনীতিতে আবার মাথাচাড়া দিয়ে উঠল। দেশ কে গদ্দারো কো, গোলি মারো সালোকো ফিরে এল অন্য ভাষায়। যারা দেশভাগের হয়ে সওয়াল করছে, বিজেপি (BJP) নেতা কে এস ঈশ্বরাপ্পা (K S Eshwarappa) তাদের গুলি করে হত্যা করতে চেয়ে আইনের দাবি করলেন। কর্নাটকের একটি দলীয় অনুষ্ঠানে ঈশ্বরাপ্পা বলেন, ‘প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ, ডি কে সুরেশ ও বিনয় কুলকার্নি হল দেশের ‘গদ্দার’। ওরা দেশকে ভেঙে ফেলতে চায়। আমি চাই এমন একটা আইন হোক, যেখানে এই দেশদ্রোহীদের গুলি করে হত্যা করা যাবে।’
আরও পড়ুন-ভারতরত্নে সম্মানিত সবুজ বিপ্লবের ‘নায়ক’ সহ দুই প্রাক্তন প্রধানমন্ত্রী
২০২০ সালে দিল্লিতে অনুরাগের স্লোগান রীতিমত হিংসার পরিবেশ তৈরী করে। মনে করা হচ্ছে, দেশদ্রোহীদের গুলি করে হত্যার আইনি ছাড়পত্র চেয়ে ঈশ্বরাপ্পা আবার হিংসার পরিবেশ সৃষ্টি করতে পারে। স্বাভাবিকভাবেই বিজেপি নেতার এই মন্তব্য ঘিরে বিতর্ক তুঙ্গে এই মুহূর্তে কর্নাটকে। যদিও বিজেপি নেতার এই মন্তব্য ঘিরে এখনও কোনও রাজনৈতিক দলের প্রতিক্রিয়া পাওয়া যায় নি।