দল ছাড়তে চাইছেন কি? বিজেপি বিধায়কই ফেরালেন দলের প্রস্তাব

Must read

সংবাদদাতা, আলিপুরদুয়ার : পুরভোট নিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছে বিজেপি (BJP)। আলিপুরদুয়ার পুরভোটের মুখ খুঁজতেই নাকানিচোবানি খাচ্ছে দল। যা নিয়ে দলের অন্দরে আলোড়ন সৃষ্টি হয়েছে। আলিপুরদুয়ারের (Alipurduar) বিধায়ককে (BJP MLA) ভোটের মুখ করায় আশায় বুক বেঁধেছিল পদ্মশিবির। কিন্তু মুখের ওপর না বলেছেন বিধায়ক। জানা গিয়েছে, বিধানসভায় জয়ী হলেও নিজের বুথেই ১৩১ ভোটে পিছিয়ে ছিলেন বিধায়ক (BJP MLA) সুমন কাঞ্জিলাল (Suman Kanjilal)। তাই দল থেকে আগামী পুরসভার নির্বাচনে (Municipal Corporation) তিনি আর লড়তে চান না। বেশ কয়েকদিন ধরেই তাই তিনি দলের যাবতীয় মিটিং, মিছিল এড়িয়ে চলছেন। এ নিয়ে রাজৈনিক মহলে শুরু হয়েছে জল্পনা। তিনি আদৌও দলে থাকবেন তো? এ-নিয়ে উঠেছে প্রশ্ন।

আরও পড়ুন-ক্ষমতায় এলে গোয়ায় স্বচ্ছ প্রশাসন, জনকল্যাণমূলক প্রকল্প চালু করার প্রতিশ্রুতি Abhishek Banerjee-র

সম্প্রতি শহরে দলের জেলা পার্টি অফিসে পুরভোট নিয়ে দলের বৈঠকেও গররাজি ছিলেন সুমনবাবু। বিজেপির সরকারি কর্মচারী সংগঠন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী পরিষদের রাজ্য সাধারণ সম্পাদক দেবকুমার শা সুমনবাবুকে পুরভোটে প্রার্থী করার জন্য দলকে প্রস্তাব দেন। যদিও দলের ওই বৈঠকে সুমনবাবু হাজির ছিলেন না। এ বিষয়ে তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) টাউন ব্লক সভাপতি দীপ্ত চট্টোপাধ্যায় (Dipto Chatterjee) বলেন, ‘‘বিধানসভা ভোটে (Assembly Election) বিজেপি মানুষকে ভুল বুঝিয়ে ভোট নিয়েছিল। এবার মানুষ বিজেপির আসল রূপ দেখতে পাচ্ছে। তাই এবার মানুষ কিন্তু বিজেপির দিকে নেই। নিজের ওয়ার্ডের বুথে দ্বিতীয় বার ভোটে হারার ভয়ে বিজেপি বিধায়ক পুরভোটে দাঁড়াতে চাইছেন না।’’

Latest article