সংবাদদাতা, মালদহ : চার বছর পেরিয়ে গেলেও এলাকায় সাংসদের দেখা মেলেনি, কাজ তো দূরের কথা। উত্তর মালদহের কোনও উন্নয়নই করেননি সাংসদ। আর এই অভিযোগে সরব হয়ে বিজেপি সাংসদকে বিক্ষোভ দেখালেন সাধারণ মানুষ। এদিন হরিশচন্দ্রপুরে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাচ্ছিলেন সাংসদ খগেন মুর্মু (Khagen Murmu)। সেসময় পথ আটকান সাধারণ মানুষ। বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। গো ব্যাক স্লোগান ও বিক্ষোভে মুখরিত হয়ে ওঠে এলাকা। সাধারণ মানুষের অভিযোগ, গত চার বছরে উত্তর মালদহে কোনও উন্নয়ন করেননি সাংসদ (Khagen Murmu)। অথচ বাংলা আবাস যোজনার নামে দুর্নীতির অভিযোগ তুলে তিনি রাজনীতি করার চেষ্টা করছেন। কিন্তু এলাকার উন্নয়ন করছেন না, তিনি রাজনীতি করতেই ব্যস্ত। আর এরই প্রতিবাদে এই বিক্ষোভ কর্মসূচি।
আরও পড়ুন-আবাস যোজনা নিয়ে জেলা প্রশাসনকে মুখ্যসচিবের কড়া নির্দেশ