অভিমন্যু-সুদীপের সেঞ্চুরি, চালকের আসনে বাংলা

Must read

প্রতিবেদন : অভিমন্যু ঈশ্বরণ ও সুদীপ ঘরামির সেঞ্চুরির উপর ভর করে রঞ্জি এলিট গ্রুপের ম্যাচে নাগাল্যান্ডের বিরুদ্ধে বাংলা (Bengal) আপাতত চালকের আসনে। দ্বিতীয় দিনের শেষে চার উইকেটে ৩৩৬ রান তুলে ফেলার সুবাদে বাংলা আপাতত ১৭০ রানে এগিয়ে।
৯ উইকেটে ১৬৬ রান নিয়ে দ্বিতীয় দিন সকালে খেলা শুরু করে নাগাল্যান্ড আর কোনও রান তুলতে পারেনি। কিন্তু ইনিংস শুরু করে তৃতীয় ওভারে ১০ রানের মধ্যে ওপেনার কৌশিক ঘোষকে হারিয়ে বাংলা (Bengal) কিন্তু শুরুতেই চাপে পড়ে গিয়েছিল। তবে দ্বিতীয় উইকেটে অভিমন্যু ও সুদীপ মিলে ২২৪ রান যোগ করে ম্যাচের রাশ নিজেদের হাতে নিয়ে নেন। অভিমন্যু ১৬টি বাউন্ডারির সাহায্য ১৭০ রান করেছেন। সুদীপের ১০৪ রানে বাউন্ডারি ১১টি। ওভার বাউন্ডারি একটি। সুদীপ আগের ম্যাচে সেঞ্চুরি করেছেন। এই ম্যাচেও চমৎকার ব্যাট করলেন। তবে অনুষ্টুপ মজুমদারের ইনিংস ৩০-এর বেশি না এগোনোয় হতাশ অনেকেই। অভিমন্যুর ব্যাটে যেমন ডাবল সেঞ্চুরির সম্ভাবনা তৈরি হয়েছিল, তেমনই অনুষ্টুপের ব্যাটেও বড় রান দেখছিলেন অনেকে। ভাল টাচেও ছিলেন তিনি। কিন্তু হঠাৎই উইকেট দিয়ে চলে এলেন তিনি।
মনোজ তিওয়ারি ১৬ ও শাহবাজ আমেদ ১ রানে নট আউট রয়েছেন। ১৭০ রানে এগিয়ে থাকা বাংলার লক্ষ্য এখন তৃতীয় দিন সকালে লিড বাড়িয়ে নিয়ে যাওয়া। যাতে নাগাল্যান্ডকে দ্বিতীয় বার অল আউট করতে পর্যাপ্ত সময় পাওয়া যায়। প্রথম দিনের মতো বুধবারও খেলা আগেই শেষ হয়েছে মন্দ আলোয়। বঙ্গ শিবিরের জন্য এটা এখন মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।

আরও পড়ুন-গোয়াকে হারিয়ে বদলা মোহনবাগানের

Latest article