তাপপ্রবাহের জেরে এক সপ্তাহের জন্য পশ্চিমবঙ্গে স্কুল ছুটির ঘোষণা করতেই বিজেপির (BJP) নিশানায় আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার চুরি করতে সেই সিদ্ধান্ত নিয়েছিল বলে দাবি করা হয়। কিন্তু এবার তার কয়েক ঘণ্টা পরেই একই পথে হাঁটল বিজেপি-শাসিত রাজ্য ত্রিপুরা। তাপপ্রবাহের কারণে আগামিকাল (১৮ এপ্রিল) থেকে আগামী রবিবার (২৩ এপ্রিল) পর্যন্ত সমস্ত সরকারি এবং সরকার-পোষিত স্কুলে ছুটি ঘোষণা করা হয়েছে।
আরও পড়ুন-হাসপাতালে ভর্তি তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তী
সোমবার দুপুরে টুইটারে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেন, ‘রাজ্যজুড়ে যে তাপপ্রবাহ চলছে, তার জেরে পড়ুয়াদের স্বাস্থ্যের উপর বাজে প্রভাব পড়তে পারে। সেই পরিস্থিতিতে ১৮ এপ্রিল থেকে ২৩ এপ্রিল পর্যন্ত রাজ্যের সব সরকারি স্কুল এবং সরকার-পোষিত স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।’ তিনি বলেন, ‘(সরকারি স্কুল এবং সরকার-পোষিত স্কুলের পাশাপাশি) ওই সময় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানও বন্ধ রাখতে আর্জি জানানো হয়েছে।’
আরও পড়ুন-নবান্নে বৈঠক সেরে তপসিয়ার মসজিদে গেলেন মুখ্যমন্ত্রী, দিলেন সম্প্রীতির বার্তা
প্রবল গরমে পুড়ছে ত্রিপুরা। আগরতলা আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ ত্রিপুরার রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে পাঁচ ডিগ্রি বেশি। তাপপ্রবাহ চলছে। বৃহস্পতিবার পর্যন্ত ত্রিপুরায় বৃষ্টির পূর্বাভাস নেই।