প্রতিবেদন : কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে অবশেষে টেট উত্তীর্ণদের নম্বর প্রকাশ করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। সোমবার সন্ধ্যাতেই ঘোষণা করা হল ২০১৭ সালের টেট উত্তীর্ণদের নম্বর। ২০১৭ সালে মোট ৯ হাজার ৮৯৬ জন টেটে উত্তীর্ণ হয়েছিলেন। এদিন সব প্রার্থীদের নম্বর প্রকাশ করল পর্ষদ। আদালতের নির্দেশে এই নম্বর প্রায় ৫ বছর পর প্রকাশ করা হল।
আরও পড়ুন-পোশাক শিল্পীদের উৎসাহ দিলেন মন্ত্রী বীরবাহা
২০১৭-এর টেট উত্তীর্ণদের নম্বর প্রকাশ করে পর্ষদ সভাপতি গৌতম পাল জানিয়ে দিয়েছেন, চলতি সপ্তাহেই ২০১৪-র টেট উত্তীর্ণদের নম্বর প্রকাশ করা হবে। ফল প্রকাশের পর কিছুদিনের মধ্যে প্রার্থীদের হাতে শংসাপত্রও তুলে দেওয়া হবে বলেও এদিন সাংবাদিক বৈঠকে জানান পর্ষদ সভাপতি গৌতম পাল। ২০১৭ সালে টেট পাশ করেছিলেন ৯,৮৯৬ জন। আর ২০১৪ সালে টেটে উত্তীর্ণ হয়েছিলেন প্রায় এক লক্ষ ২৫ হাজার পরীক্ষার্থী। হাইকোর্টের নির্দেশে ১১ হাজারের বেশি শূন্যপদে এবার নিয়োগের জন্য ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করেছে পর্ষদ। ১৪ নভেম্বর আবেদন জমা দেওয়ার শেষ দিন। তার আগেই নম্বর জানতে পারবেন ২০১৪ এবং ২০১৭ সালের টেট উত্তীর্ণ প্রার্থীরা। প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, ২০২২ সালের ১১ ডিসেম্বর যে টেট নেওয়া হবে, তার ফলাফল সংক্রান্ত বিস্তারিত তথ্য পরে জানিয়ে দেওয়া হবে।