মুম্বই, ১৮ অক্টোবর : যাবতীয় জল্পনার অবসান। আগামী বছর এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যাবে না ভারতীয় ক্রিকেট দল। বরং টুর্নামেন্ট পাকিস্তান থেকে সরিয়ে নিয়ে অন্য কোনও ভেনুতে করতে হবে। মঙ্গলবার বিসিসিআইয়ের বার্ষিক সাধারণসভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিন বোর্ড সচিব জয় শাহ এই বিষয়ে জানিয়েছেন, ‘‘আমরা পাকিস্তানে খেলতে যাব না। এশিয়া কাপ নিরপেক্ষ কোনও ভেনুতে হতে পারে। ক্রিকেট দল পাকিস্তানে যাবে কি না, সেটা সরকার ঠিক করবে। সুতরাং এই বিষয়ে আমাদের কিছু বলার নেই। ২০২৩ এশিয়া কাপ আমরা নিরপেক্ষ দেশে খেলতে চাই।’’
আরও পড়ুন-ভারত-অস্ট্রেলিয়া ফাইনালের পক্ষে সানি
প্রসঙ্গত, ২০০৬ সালে শেষবার পাকিস্তানে কোনও দ্বিপাক্ষিক সিরিজ খেলতে গিয়েছিল ভারত। এরপর ২০০৮ সালের এশিয়া কাপও পাকিস্তানের মাটিতে খেলেছিলেন ভারতীয় ক্রিকেটাররা। তবে সেটাই ভারতের শেষ পাক সফর। এদিকে, ভারতীয় বোর্ডের এই মনোভাব জানার পর ক্ষুব্ধ পাকিস্তান ক্রিকেট বোর্ড। পিসিবি সূত্রের খবর, ভারত যদি শেষ পর্যন্ত এশিয়া কাপ না খেলে, তাহলে আগামী বছর ভারতের মাটিতে একদিনের বিশ্বকাপ থেকে পাকিস্তান ক্রিকেট দল নাম প্রত্যাহার করে নেবে।