ঝুলনের বিকল্পের খোঁজে আছে বোর্ড

Must read

নয়াদিল্লি, ৩১ মার্চ : মেয়েদের ওয়ান ডে বিশ্বকাপের সেমিফাইনালে স্থান করে নিতে ব্যর্থ হয়েছে ভারত। তারপর থেকেই মিতালি রাজ এবং ঝুলন গোস্বামীর (Jhulan Goswami) ভবিষ্যৎ নিয়ে জল্পনা তুঙ্গে। দুই বর্ষীয়ান ক্রিকেট তারকার এটাই যে শেষ বিশ্বকাপ, তা নিয়ে কোনও সংশয় ছিল না। তবে দু’জনেই চেয়েছিলেন কাপ জিতে গৌরবের সঙ্গে বিদায় নিতে। সেটা হয়নি।

আরও পড়ুন – ডিগ্রি নেই, অস্বস্তি রাহুলের

এর পরেই চর্চা শুরু হয়েছে, আর কতদিন খেলা চালিয়ে যাবেন মিতালি ও ঝুলন (Jhulan Goswami)? ডায়না এডুলজির মতো প্রাক্তনরা সাফ জানিয়েছেন, ভবিষ্যতের কথা ভেবে তরুণ মুখ তুলে আনা হোক। আরেক প্রাক্তন শান্তা রঙ্গস্বামী স্পষ্ট জানিয়ে রেখেছেন, মিতালিকে সরিয়ে স্মৃতি মান্ধানার হাতে নেতৃত্বের দায়িত্ব তুলে দেওয়া হোক।

বিসিসিআই সূত্রের খবর, খুব দ্রুত মিতালি ও ঝুলনের সঙ্গে আলোচনায় বসবেন বোর্ডের শীর্ষ কর্তারা। জানতে চাইবেন, তাঁদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে। তবে মিতালির পরিবর্ত হাতে থাকলেও, ঝুলনের যোগ্য বিকল্পের অভাব চিন্তায় রাখছে বোর্ড কর্তাদের। ৩৯ বছরের ঝুলন মহিলা ক্রিকেটের একমাত্র বোলার, যাঁর ঝুলিতে একদিনের ক্রিকেটে আড়াইশোর বেশি উইকেট আছে। শুধু তাই নয়, বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেট শিকারের রেকর্ড তাঁর দখলে। নাম প্রকাশে অনিচ্ছুক এক বোর্ড কর্তা জানাচ্ছেন, ‘‘মিতালিকে নিয়ে সমস্যা নেই। কিন্তু এই মুহূর্তে ঝুলনের তেমন কোনও বিকল্প নেই। তবে মেয়েদের আইপিএল শুরু হলে, ভবিষ্যতে ঝুলনের মতো অনেক প্রতিভা উঠে আসবে বলে বিসিসিআই আশাবাদী।’’

এদিকে, বিশ্বকাপের পরেই মহিলা দলে বর্তমান কোচ রমেশ পাওয়ারের চুক্তি শেষ হয়ে গিয়েছে। ফের কোচ হওয়ার জন্য তাঁকে নতুন করে বোর্ডের কাছে আবেদন করতে হবে।

Latest article