নয়াদিল্লি, ৩ মার্চ : বিরাট কোহলির জীবনে শুক্রবার এক বিশেষ দিন। মোহালিতে শততম টেস্ট ম্যাচ খেলবেন তিনি। তবে সৌরভ গঙ্গোপাধ্যায় জানাচ্ছেন, বিরাটের জীবনে এমন আরও অনেক দিন আসবে। তাঁর জন্য আরও অনেক মাইলস্টোন অপেক্ষা করে আছে।
বিসিসিআইয়ের টুইটার হ্যান্ডলে সৌরভ এক ভিডিও বার্তায় বলেছেন, বিরাটের জন্য এটা স্বপ্ন সত্যি হওয়ার ঘটনা। ৩৩ বছরের বিরাট দ্বাদশ ভারতীয় ক্রিকেটার হিসাবে মোহালিতে শততম টেস্ট খেলবেন। সৌরভ বলেছেন, ‘‘ভারতীয় ক্রিকেটের জন্যও এটা একটা বিশাল ল্যান্ডমার্ক। একশো টেস্ট এমন একটা ঘটনা, যা কেউ খেলা শুরু করার সময় স্বপ্ন দেখে। বিরাটের জন্য এটা একটা অসাধারণ মুহূর্ত।”
আরও পড়ুন-জুনে ফের টি-২০ সিরিজ
একশো টেস্ট খেলা বিরাটকে মোহালি টেস্টের মাঝে সংবর্ধনা দেবে বোর্ড। সৌরভ বলেছেন, ‘‘আমি ব্যাক্তিগতভাবে একশো টেস্ট খেলার মধ্যে দিয়ে গিয়েছি। তাই জানি মনের মধ্যে কী অবস্থা হয়। এগারো বছর আগে বিরাট যাত্রা শুরু করে দুর্দান্ত কীর্তি স্থাপন করেছে। বিসিসিআইয়ের পক্ষ থেকে এবং একশো টেস্ট খেলা প্রাক্তন অধিনায়ক হিসাবে ওকে অভিনন্দন জানাচ্ছি। অসাধারণ কেরিয়ার গড়েছে বিরাট। তবে ওর সামনে আরও অনেক কীর্তি অপেক্ষা করে আছে।’’