মুখ্যমন্ত্রীকে নিয়ে লেখা বই কর্মীদের উপহার বিধায়কের

Must read

সংবাদদাতা, জঙ্গিপুর : রাজনীতিবিদ মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Chief Minister Mamata Banerjee) সকলেই চেনেন-জানেন। কিন্তু তার বাইরেও অন্য এক মমতা আজও অনেকের কাছে অজানা। তাঁর সেই অচেনা-অজানা কাহিনি ধরা পড়েছে দুই মলাটের মধ্যে ‘অন্য মমতা’ নামের সঙ্কলনে। কলকাতা বইমেলার উদ্বোধনের দিনই পারুল প্রকাশনীর স্টলে প্রকাশ পায় মুখ্যমন্ত্রীকে নিয়ে লেখা ‘অন্য মমতা’ বইটি। তৃণমূল দলনেত্রীর রাজনৈতিক দিক ছাড়াও অন্য বিশেষ দিকগুলি নিপুণভাবে তুলে ধরা হয়েছে। বইটিতে রয়েছে তাঁর শিল্পীসত্তা নিয়ে নানা লেখা। যা পড়ে পাঠকরা কবি, শিল্পী ও প্রাবন্ধিক মুখ্যমন্ত্রীকে আরও ভাল করে জানতে পারবেন। দলনেত্রী তথা জনদরদি মুখ্যমন্ত্রীর রাজনৈতিক জীবনের বাইরেও যে নিজস্বতা বা শিল্পীসত্তার এক অনন্য রূপ রয়েছে তা এই বইয়ে বিশিষ্ট কবি-সাহিত্যিক, সাংবাদিক, শিল্পী ও রাজনীতিবিদরা তাঁদের কলমে তুলে ধরেছেন। রবিবার জঙ্গিপুরের বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী জাকির হোসেন (Jakir Hossain) রঘুনাথগঞ্জের তৃণমূল কর্মীদের হাতে তুলে দিলেন ‘অন্য মমতা’। তিনি (Jakir Hossain) বলেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, জীবনে হতাশ হবেন না। ভয় না পেয়ে মুক্তকণ্ঠে কাজ করতে হবে। ভয়মুক্ত হতে তাঁর লেখা বই পড়তে হবে। মুখ্যমন্ত্রী বলেন, জীবনে হোঁচট খেয়েছি। হোঁচট খেতে খেতে কোন সময় কোন কথাটা বললে সমাধান হতে পারে তা নিয়ে অনেক বই আছে তাঁর। শতাধিক বই লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেগুলি থেকে জীবনে চলার পাঠ নেওয়া যেতে পারে।’’

আরও পড়ুন: বেগুনকোদরে ভূত ভেগেছে ট্রেন থামতেই, কৃতিত্ব রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

Latest article