সংবাদদাতা, হুগলি : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় খানাকুল দু নম্বর ব্লকের প্রান্তিক পলাশপাই অঞ্চলের সঙ্গে হাওড়া জেলার ঝিকিরা-আমতার যোগাযোগকারী মুচিঘাটা সেতুর কাজ সমাপ্ত। সেতুর সঙ্গে যোগাযোগকারী একদিকের রাস্তার কাজ শেষ পর্যায়ে। হাওড়া জেলার প্রান্তে সংযোগকারী রাস্তার কাজ বাধা কাটিয়ে শুরু হয়েছে। আজ সেই কাজের অগ্রগতি সরজমিনে দেখতে দুপুরে খানাকুল ২ নম্বর ব্লকের মুচিঘাটায় এসেছিলেন জেলাপরিষদের কর্মাধ্যক্ষ সুবীর মুখোপাধ্যায় ও অন্য আধিকারিকরা।
আরও পড়ুন-২১ মে পুরুলিয়া সফরে অভিষেক
সুবীর বলেন, সামগ্রিকভাবে সেতুর দু প্রান্ত ঘুরে দেখলাম। প্রখর রোদ উপেক্ষা করে যেভাবে ঠিকাদার সংস্থাৱ শ্রমিক ভাইরা ও জেলা বাস্তুকারের তত্ত্বাবধানে সকলে মিলে কাজকে এগিয়ে নিয়ে চলেছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানাই। যেন এক নতুন সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছি।
২০১৬ সালে জেলা পরিষদের তত্ত্বাবধানে এই কাজ শুরু হলেও নামমাত্র কাজ হয়ে প্রায় তিন বছর বন্ধ ছিল। ২০২১ সালে স্থানীয় সাংসদ, অতিরিক্ত জেলাশাসক, জেলা পরিষদ, জেলা বাস্তুকার, ঠিকাদার সংস্থা— সকলের প্রচেষ্টায় পুনরায় এই কাজ শুরু হওয়ার পরে বর্তমানে নদীর উপরে সেতুর কাজ সমাপ্ত। দুধারে সংযোগকারী রাস্তার কাজও দ্রুত গতিতে এগিয়ে চলেছে। স্থানীয় ক্লাব, পঞ্চায়েত সর্বতোভাবে সহযোগিতা করেছে।