প্রতিবেদন : কেন্দ্রীয় এজেন্সিগুলিকে দেশের বিরোধী দলগুলির বিরুদ্ধে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করছে কেন্দ্রীয় সরকার। ধারাবাহিকভাবে এই অভিযোগ তুলছেন বিরোধীরা। এই প্রেক্ষাপটে এবার তদন্তকারী সংস্থা এনআইএকে (NIA) আরও শক্তিশালী করে তোলায় সম্মতি দিল মোদি সরকার। নতুন করে একটি এডিজি এবং ৬টি ইন্সপেক্টর জেনারেল পদ তৈরি করার প্রস্তাবেও সিলমোহর দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। কানাডার সঙ্গে খালিস্তান ইস্যুতে চলতি কূটনৈতিক সংঘাতের মধ্যেই এনআইএতে (NIA) নতুন পদ তৈরি করা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। সরকারি সূত্রে খবর, অনেক আগেই এই পদগুলি তৈরির প্রস্তাব দিয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। তবে এতদিন তা নিয়ে সিদ্ধান্ত ঝুলে ছিল। সম্প্রতি সেই প্রস্তাবে সম্মতি মিলেছে বলে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। বর্তমানে এনআইএতে রয়েছেন চারজন আইজি। সন্ত্রাসবাদে অর্থের জোগান, উত্তর-পূর্ব বিষয়ক, তদন্ত এবং নীতি সংক্রান্ত বিভিন্ন কাজের দায়িত্বে থাকেন তাঁরা। প্রত্যেকের অধীনে অন্তত দু’জন করে ডিআইজি এবং চারজন এসপি পদমর্যাদার আধিকারিক থাকেন। সূত্রের খবর, খালিস্তানি গ্যাংস্টারের মৃত্যু এবং খালিস্তানি সংগঠনের কার্যকলাপ নিয়ে তদন্তের জন্য রবিবার কানাডা যাওয়ার কথা ছিল এনআইএর। তবে দুই দেশের মধ্যে কূটনৈতিক চাপানউতোরের পর রবিরার ১৯ জন খালিস্তানি জঙ্গির নামের তালিকা প্রকাশ করে এই তদন্তকারী সংস্থা তাদের বিরুদ্ধে ইউএপিএ আইনে পদক্ষেপ করেছে। ইতিমধ্যেই এই ১৯ জনের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে।
আরও পড়ুন- কৃষ্ণাঙ্গ হত্যা মামলা : কর্মবিরতির পথে লন্ডন পুলিশের একাংশ