কোনও দুর্নীতি হয়নি, কিছু পেন্ডিংও নেই তাও অন্যায়ভাবে গরিব মানুষের টাকা আটকেছে এই পাপিষ্ঠ কেন্দ্রীয় সরকার। সোমবার খেজুরির সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকে কেন্দ্রীয় সরকারকে জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। কেন্দ্রের মোদি সরকারের অভিযোগ ছিল, কাজের হিসেব না দেওয়ায় ১০০ দিনের কাজ, আবাস যোজনা ও সড়ক যজনার টাকা আটকে দেওয়া হয়েছে। এই অভিযোগের পাল্টা জবাব দিলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো।
আরও পড়ুন: রাজ্যের বকেয়া আদায়ে তৎপর অভিষেক, বৈঠক করবেন কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে
মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) এদিন কেন্দ্রকে তুলোধনা করে বলে, “এই কেন্দ্রীয় সরকার পাপিষ্ঠ। ১০০ দিনের কাজে ১৭ লক্ষ গরিব মানুষের টাকা আটকে দেওয়া হয়েছে। গরিব মানুষগুলো হাড়ভাঙা খাটুনি খেটেছে তাদের টাকা আটকে দিয়েছে এই বেইমান, লুটেরা, দাঙ্গাবাজরা। শুধু ১০০ দিনের কাজ নয়, আপনাদের বাড়ির টাকা, রাস্তা করার টাকাও ওরা বন্ধ করে দিয়েছে।” এরপরই কেন্দ্রকে চ্যালেঞ্জ ছুড়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “১২০০০ কিমি রাস্তা করছি। এটা রাজ্য সরকারের টাকা, ওখানে ১০০ দিনের কর্মীরা কাজ করবে। দিল্লি আমায় ভাতে মারার চেষ্টা করলেও আমরা পান্তাভাত খেয়ে থাকব কিন্তু মাথা নত করব না। ওরা বলছে, আমরা নাকি টাকা চুরি করেছি, কাজের হিসেব দেইনি তাই টাকা বন্ধ করেছি। আমি চ্যালেঞ্জ করছি, কোনও দুর্নীতি নেই, কোনও হিসেব পেন্ডিং নেই। অন্যায় ভাবে টাকা আটকে রেখেছে। কেন টাকা দাওনি জবাব দাও।”
একইসঙ্গে মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় প্রতিনিধি দলকে নিশানা করে বলেন, “এই কয়েকমাসে শতাধিক কেন্দ্রীয় দল এসেছে। এখানে খেয়েছে, বিজেপির সঙ্গে মিটিং করেছে, দাঙ্গা লাগিয়েছে, বাড়ি চলে গিয়েছে।” পাশাপাশি রাজ্যবাসীকে আশ্বস্ত করে মুখ্যমন্ত্রী বলেন, “১০০ দিনের কাজে অন্তত ৫০ দিন কাজ পায় সেই ব্যবস্থা রাজ্যসরকার করবে।”