ভাতে মারছে কেন্দ্রীয় সরকার

মোদি জমানায় মূল্যবৃদ্ধি যেভাবে বাড়ছে, তাতে গরিবদের অন্নসংস্থান করাই কঠিন হয়ে পড়েছে। পেট্রোল, ডিজেলের আকাশছোঁয়া দাম

Must read

সংবাদদাতা, দুর্গাপুর : মোদি জমানায় মূল্যবৃদ্ধি যেভাবে বাড়ছে, তাতে গরিবদের অন্নসংস্থান করাই কঠিন হয়ে পড়েছে। পেট্রোল, ডিজেলের আকাশছোঁয়া দাম। ফলে যে কোনও পণ্য পরিবহণের খরচ বেড়েছে বেশ কয়েকগুণ। এই অবস্থায় মানুষ বাঁচবে কী করে ? সিটিসেন্টারে তফসিলি জাতি ও উপজাতিভুক্ত মানুষদের ডাকে এক মহামিছিলের আয়োজন করা হয়।

আরও পড়ুন-দলের বিরোধিতায় এবার বিরোধী নেতা

মিছিল শেষে আয়োজিত এক জনসভায় রাজ্যের আইন ও পূর্তমন্ত্রী মলয় ঘটক কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, রান্নার গ্যাসের একটি সিলিন্ডারের দাম এখন এক হাজার টাকা। আমাদের দেশের তফসিলি জাতি ও উপজাতিভুক্ত সিংহভাগ মানুষই দরিদ্র। এক হাজার টাকা দিয়ে গ্যাস কিনে তাঁরা কীভাবে খেয়ে বেঁচে থাকবেন? মোদি সরকার করোনাকালে পরিযায়ী শ্রমিকদের সঙ্গে যে অমানবিক ব্যবহার করেছে, তাতে
কেন্দ্র ওদের জন্য কিছু করবে না। যা প্রমাণিত।

Latest article