প্রতিবেদন : আবারও বাংলাকে বঞ্চনা। এবার গরিবদের কেরোসিনে (Kerosene) বরাদ্দ কমিয়ে দিল কেন্দ্রীয় সরকার।
দুর্গাপুজোর সময় এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। তবে দেশের অন্যান্য রাজ্যগুলি আগে যে পরিমাণ কেরোসিন পেয়ে থাকে সেই নির্দেশিকা বহাল থাকছে। আগামী অক্টোবর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত বাংলায় যে পরিমাণ কেরোসিন (Kerosene) পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র তা আগের বরাদ্দের প্রায় অর্ধেক। এতদিন বছরে ১ লক্ষ ৭৬ হাজার কিলোলিটার কেরোসিন পেত বাংলা। প্রতিমাসে বরাদ্দ ছিল ৫৮ হাজার ৬৬৮ কিলোলিটার। তবে অক্টোবর থেকে মাসিক বরাদ্দ গিয়ে দাঁড়াবে ২৯ হাজার ৪৪৪ কিলোলিটারে। বাংলাকে বঞ্চনার অভিযোগে ইতিমধ্যে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। বারবার কেন বাংলাকেই টার্গেট করা হয় সেই প্রশ্নও উঠছে। রাজনীতিগতভাবে লড়াই করতে না পেরে কেন্দ্রীয় সরকার এভাবেই বাংলার মানুষকে চরম বিপদের মুখে ঠেলে দিচ্ছে বলেও অভিযোগ উঠছে। তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষের প্রশ্ন, বাংলা কেন বঞ্চনার শিকার? জবাব দিক রাজ্যের বিজেপি নেতারা। গত কয়েক বছরে কেরোসিনের দাম লাফিয়ে বেড়েছে। পাশাপাশি ভর্তুকিও ছাঁটাই করেছে কেন্দ্র। তার মধ্যেই এবার বাংলার বরাদ্দ প্রায় অর্ধেক কমিয়ে দেওয়া হল। তবে কী কারণে কেন্দ্রের এমন সিদ্ধান্ত? তা এখনও পরিষ্কার নয়। বাংলায় বারবার রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেসের সঙ্গে মোকাবিলা না করতে পেরে উল্টে বঙ্গবাসিকে সর্বস্বান্ত করতে চাইছে কেন্দ্র। বাংলার রেশন ডিলারদের মতে, তাঁদের আর্থিক ক্ষতির পাশাপাশি চরম বিপাকে পড়বেন রাজ্যের দিন আনা দিন খাওয়া গরিব মানুষজন।
আরও পড়ুন-প্রসঙ্গ: রেলের ওভারব্রিজ, শতাব্দীর জবাবি চিঠি কংগ্রেসকর্মীকে