প্রসঙ্গ: রেলের ওভারব্রিজ, শতাব্দীর জবাবি চিঠি কংগ্রেসকর্মীকে

Must read

সংবাদদাতা, রামপুরহাট : কাজ বা নাগরিক পরিষেবার প্রশ্নে বাছবিচার করেন না তিনি। রামপুরহাটের কংগ্রেস সভাপতির প্রশ্নের জবাব দিয়ে চিঠি পাঠিয়ে প্রমাণ করলেন বীরভূমের সাংসদ শতাব্দী রায় (Shatabdi Roy)। কংগ্রেসকর্মী সাহজাদা কিনু তাঁকে চিঠি দিয়ে জানতে চান, “আপনি সিউড়ি, নলহাটি ও মুরারই রেল ওভারব্রিজ নির্মাণের জন্য সংসদে সরব হচ্ছেন, অথচ রামপুরহাট মহকুমা শহর হওয়া সত্ত্বেও রেলগেটের নিকট রোড ওভারব্রিজ নির্মাণের বিষয়ে নীরব কেন?” তাঁর সেই চিঠির জবাবে ধন্যবাদ জানিয়ে সংসদ শতাব্দী রায় (Shatabdi Roy) লেখেন, তদানীন্তন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রেল দফতর তদন্ত করে রিপোর্ট দেয় যে ওভারব্রিজের জন্য ওখানে পর্যাপ্ত জায়গার অভাব আছে। এরপর বিকল্প ব্যবস্থা করতে বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু দুঃখের বিষয় ২০১২ সালের পর থেকে কোনও ব্যবস্থা নেয়নি রেল। তিনি সংসদে দৃষ্টি আকর্ষণ করার পর বিষয়টি জানতে পারেন। তবে মানুষের সমস্যার প্রশ্নে ফের সংসদে দৃষ্টি আকর্ষণ করবেন বলেও চিঠিতে জানান সাংসদ। তাঁর চিঠি পেয়ে আপ্লুত বিরোধী দলের কর্মী সাহাজাদা কিনু।

আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর নির্দেশে তারকের চিকিৎসা হবে পিজিতে

Latest article