জেসিবির ধাক্কায় মৃত কনস্টেবলের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী, আর্থিক সাহায্যের ঘোষণা

Must read

কালী প্রতিমা বিসর্জনের সময়  নিমতলা ঘাটে জেসিবির ধাক্কায় মৃত পুলিশ কনস্টেবল সন্দীপ বর্মণের (Sandip Barman) পরিবারের পাশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সন্দীপ বর্মণের (৩৪) বাড়ি জলপাইগুড়িতে। কর্মসূত্রে তিনি কলকাতায় থাকতেন। তাঁর মৃত্যুতে পরিবারে প্রতি সমবেদনা জানান মমতা বন্দ্যোপাধ্যায়।

শুক্রবার পোস্তায় জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনী মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মৃত পুলিশ কনস্টেবল সন্দীপ বর্মণের (Sandip Barman) পরিবারকে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন। একইসঙ্গে চিফ মিনিস্টার রিলিফ ফান্ড থেকে তাঁর স্ত্রীকে ২ লক্ষ টাকা দেওয়া হবে বলেও জানিয়েছেন। পাশাপাশি মৃতের পরিবারের একজনকে হোম গার্ডের চাকরি দেওয়া হচ্ছে বলেও জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন- বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর, পোস্তার সমস্যা সমাধানে বিশেষ কমিটি গঠন

গত সোমবার রাত সাড়ে তিনটে নাগাদ ঘটনাটি ঘটে। দুর্ঘটনা ঘটানো গাড়িটির চালক আব্দুল আজিম হোসেনকে মঙ্গলবার বিকেলেই গ্রেফতার করে উত্তর বন্দর থানার পুলিশ। তাঁর বিরুদ্ধে বেপরোয়াভাবে গাড়ি চালানো এবং গাফিলতির জেরে মৃত্যু ঘটানোর (৩০৪এ ধারা) অভিযোগে মামলা রুজু করে। চালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Latest article