‘চা খেয়েছি, বিস্কুট খাইনি’ রাজভবন থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী

ভোটের আগে থেকেই শিরোনামে উঠে এসেছে রাজ্য-রাজ্যপাল সংঘাত।

Must read

ভোটের আগে থেকেই শিরোনামে উঠে এসেছে রাজ্য-রাজ্যপাল সংঘাত। এরই মধ্যে রাজ্যপাল সি ভি আনন্দ বোসের (CV Anand Bose) সঙ্গে দেখা করতে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আজ, মঙ্গলবার বিকালে বৈঠক শেষে হাসিমুখে বেরিয়ে সংবাদিকদের উদ্দেশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘চা খেয়েছি। বিস্কুট খাইনি। দুধ চা খেয়েছি।’

আরও পড়ুন-‘প্রধানমন্ত্রীকে ধন্যবাদ’ মোদির আক্রমণের জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

সোমবার থেকে শুরু হয়েছে বিধানসভার বাদল অধিবেশন। কিন্তু, এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন পাশ করারোন মতো বিল হাতে প্রায় নেই। তাই এই নিয়ে কথা বলতে এদিন তিনি রাজভবনে এসেছিলেন। এদিন মমতা বলেন, ‘অধিবেশন শুরু হয়েছে। কিন্তু, বিল প্রায় হাতে নেই। কিন্তু, তবু বছরে কতগুলি দিন তো অধিবেশন করতেই হয়। কিন্তু, বিল খুঁজে পাচ্ছি না। সব পাশ হয়ে গিয়েছে আগেই। সেই জন্য রাজ্যপালকে বলে গেলাম দুটো বিল হতে পারে। সেটাও ফাইন্যান্স বিল। সেটা করে দিলে আমরা বিধানসভায় এটা আলোচনা করতে পারি। প্রধানত এ জন্যই আজ এসেছিলাম। আর অন্য কোনও ব্যাপার নয়।’

আরও পড়ুন-ক্রীড়ানুষ্ঠানে কৃতি খেলোয়াড়দের কর্মসংস্থানের সুযোগ দিচ্ছে বাংলার সরকার

কী বিল সে নিয়ে এদিন মুখ খোলেন নি মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘যতক্ষণ বিলটা রাজ্যপাল পাশ না করছেন ততক্ষণ আমরা এ বিষয়ে কিছু বলি না। এটাই নিয়ম। আচার্য বিল পড়ে আছে। যখন হবে তখন হবে। ওটা নিয়ে আমি আজকে আলোচনা করিনি।’

আরও পড়ুন-এবার মেঘালয়ে মুখ্যমন্ত্রীর দফতরে হামলা, জখম ৫

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানান শিক্ষা দফতরের সঙ্গে রাজভবনের সংঘাত নিয়ে কোন আলোচনা তিনি করেন নি। তিনি বলেন, ‘আমি আজ এসব নিয়ে কোনও আলোচনা করিনি। যখন করব তখন বলব।’

 

Latest article