মুখ্যমন্ত্রী আসছেন সাজছে কোচবিহার

Must read

অনুপম সাহা, কোচবিহার :‌ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আগমনে সেজে উঠছে কোচবিহার ২ নম্বর ব্লকের সিদ্ধেশ্বরী গ্রাম। ১৬ ফেব্রুয়ারি বীর চিলা রায়ের ৫১২তম জন্মজয়ন্তীতে অনন্ত মহারাজের আমন্ত্রণে সাড়া দিয়ে কোচবিহারে আসছেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। জানা গিয়েছে, সিদ্ধেশ্বরী গ্রামে সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তিনি। ১৫ ফেব্রুয়ারি কোচবিহার সার্কিট হাউসে থাকার সম্ভাবনা আছে মুখ্যমন্ত্রীর। পরদিন সিদ্ধেশ্বরী গ্রামে অনুষ্ঠানে যোগ দেবেন।

আরও পড়ুন – ব্যবহারেই মন জয় সুপ্রকাশের

গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের জেলা সাধারণ সম্পাদক কৃষ্ণ কার্জি জানান, ‘‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বীর চিলা রায়ের জন্মজয়ন্তী অনুষ্ঠানে আসবেন শুনে গ্রেটার কর্মীরা উচ্ছ্বসিত। অসম ও উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে গ্রেটার কর্মীরা আসছেন। অনুষ্ঠানে আমাদের জনজাতির সংস্কৃতি তুলে ধরা হবে। প্রতি বছর আমাদের সংগঠনের নেতৃত্ব ও কর্মীদের নিয়ে দিনটি উদযাপিত হয়। এবারও তাই হবে৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata  Banerjee) সিদ্ধেশ্বরী গ্রামের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।” এ বিষয়ে তৃণমূল কংগ্রেসের রাজ্য সহসভাপতি রবীন্দ্রনাথ ঘোষ বলেন, ‘‘১৫ ফেব্রুয়ারি কোচবিহারে আসার কথা আছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের৷ এবং পরদিন সিদ্ধেশ্বরী গ্রামে গ্রেটার সংগঠনের বীর চিলা রায়ের জন্মজয়ন্তী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তিনি। মঞ্চ তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে৷’’‌

Latest article