গ্রামীণ হাওড়া বিজেপি-শূন্য

Must read

সংবাদদাতা, হাওড়া :‌ শহরের পর এবার হাওড়ার গ্রামীণ এলাকাতেও ভাঙছে বিজেপি। হাওড়া জেলার (গ্রামীণ) প্রাক্তন সভাপতি গৌতম রায় ও যুব মোর্চার নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে উলুবেড়িয়া ও আশপাশের এলাকার প্রায় এক হাজার বিজেপি কর্মী–সমর্থক তৃণমূলে যোগ দিলেন। রবিবার, উলুবেড়িয়ায় এক দলীয় অনুষ্ঠানে। তাঁদের হাতে পতাকা তুলে দেন পঞ্চায়েত ও জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী পুলক রায়। ছিলেন যুব তৃণমূলের (Trinamool Congress) হাওড়া জেলার (গ্রামীণ) সভাপতি দেবাশিস বন্দ্যোপাধ্যায় ও অনেকে। উলুবেড়িয়া পুরভোটের আগে বিজেপিতে এইরকম বড়সড় ভাঙনে আরও বেকাদায় জেলার গ্রামীণ গেরুয়া শিবির।

আরও পড়ুন – ব্যবহারেই মন জয় সুপ্রকাশের

তৃণমূলে যোগ দিয়ে গৌতম বলেন, ‘‘বঙ্গ বিজেপিতে নীতি–আদর্শ বলে এখন আর কিছু নেই। একজনের কথায় দল চলছে। পুরনো কর্মীদের মর্যাদা নেই। অন্য দল থেকে আসা দুর্নীতিগ্রস্ত নেতারা রাজ্যে বিজেপিকে চালাচ্ছে।’’‌ মন্ত্রী পুলকের বক্তব্য, ‘‘শীর্ষ নেতৃত্বের অনুমোদন নিয়ে এদিন ওঁদের তৃণমূলে যোগদান করানো হল।’’ এবারের উলুবেড়িয়া পুরভোটে কংগ্রেস প্রার্থী শেখ সাবিরও অনুগামীদের নিয়ে তৃণমূলে (Trinamool Congress) যোগ দিয়েছেন। যোগ দিয়েছেন সিপিএম থেকেও কয়েকশো কর্মী–সমর্থকও।

Latest article