আগামীকাল, বৃহস্পতিবার এগরায় (Egra) যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। বিস্ফোরণস্থল পরিদর্শন করার কথা রয়েছে তাঁর। প্রসঙ্গত পূর্বমেদিনীপুরের এগরার বাজি কারখানায় বিস্ফোরণের জেরে কয়েকজনের মৃত্যু হয়। সেখানে গিয়ে এলাকাবাসীর সঙ্গে কথা বলতে পারেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনার তদন্তভার সিআইডির হাতে তুলে দিয়েছেন । এবার সেই দুর্ঘটনাস্থলে তিনি নিজেই যাচ্ছেন বলে জানা গিয়েছে।
আরও পড়ুন-নিউমোনিয়ায় আক্রান্ত পিয়ালি, ভর্তি হাসপাতালে
উল্লেখ্য, মুখ্যমন্ত্রীর পূর্ব মেদিনীপুর সফরসূচি এখনও হাতে আসেনি। কিন্তু সেখানেও খ্যমন্ত্রীর সফরের ইঙ্গিত পাওয়া গিয়েছে। সেই মত প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। অস্থায়ী হেলিপ্যাড তৈরির কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। খাদিকুলে বিস্ফোরণের ঘটনায় যাঁদের মৃত্যু হয়েছে, তাঁদের পরিবারের সঙ্গে দেখা করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়।