নিউমোনিয়ায় আক্রান্ত পিয়ালি, ভর্তি হাসপাতালে

জানা গিয়েছে বেস ক্যাম্পে ফেরার পথে তাঁর চোখে কিছু সমস্যা হচ্ছিল। তাই সেই সেসময় তিনি দলের সঙ্গে নিচে নামতে পারেননি

Must read

গত ১৫ মে পৃথিবীর পঞ্চম উচ্চতম শৃঙ্গ(৮,৪৮৫ মিটার) মাকালু জয় করেন পর্বতারোহী পিয়ালি বসাক (Piyali Basak)। জানা গিয়েছে বেস ক্যাম্পে ফেরার পথে তাঁর চোখে কিছু সমস্যা হচ্ছিল। তাই সেই সেসময় তিনি দলের সঙ্গে নিচে নামতে পারেননি।

আরও পড়ুন-আজ উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ

পিয়ালি বসাক এর বাড়িতে অসুস্থ বাবা। স্বপ্নের ওপর ভর করে একের পর এক শৃঙ্গ জয় করছেন এই বাংলার মেয়ে। কিন্তু এই মুহূর্তে তিনি অসুস্থ। নেপালের কাঠমান্ডুর হাসপাতালে নিউমোনিয়ায় (Pneumonia) আক্রান্ত হয়ে ভর্তি করা হয়েছে তাঁকে। পায়ের দু’টো বুড়ো আঙুলে ফ্রস্ট বাইট হয়েছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন-ডিসেম্বর পর্যন্ত সময় আছে, অবসর প্রসঙ্গ এড়ালেন ধোনি

বেস ক্যাম্পে ফেরার পথে তাঁর চোখে কিছু একটা সমস্যা দেখে দিয়েছিল। ৭ হাজার ৪০০ মিটার উচ্চতায় টানা বাইশ ঘণ্টা আইস ওয়ালে দাঁড়িয়ে ছিলেন পিয়ালি। পরে তিনজন শেরপা গিয়ে তাঁকে বেস ক্যাম্পে নামিয়ে আনেন। সেখান থেকে আনা হয় কাঠমান্ডুতে।

আরও পড়ুন-বাজিকাণ্ডে কড়া রাজ্য সতর্কিত পুলিশকর্তারা

মঙ্গলবার এই বিষয়ে পিয়ালির বোন তমালি জানান যে, দিদির সঙ্গে ফোনে কথা হয়েছে তাঁর। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে কাঠমান্ডুর হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। পায়ের দু’টো বুড়ো আঙুলে ফ্রস্ট বাইট হয়েছে। তিনি বেঁচে থাকবে তা শেরপারাও ভাবতে পারেনি। যেখানে ঘুমিয়ে পড়লে নিশ্চিত মৃত্যু সেখানে টানা ২২ ঘণ্টা স্রেফ দাঁড়িয়ে থেকেছেন।

Latest article