বাজিকাণ্ডে কড়া রাজ্য সতর্কিত পুলিশকর্তারা

রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য মঙ্গলবার নবান্ন থেকে প্রতিটি কমিশনার ও জেলা পুলিশ সুপারের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন।

Must read

প্রতিবেদন : রাজ্যে একের পর এক বাজি কারখানা ও গুদামে বিস্ফোরণ এবং প্রাণহানির ঘটনার জেরে কঠোর রাজ্য সরকার। জেলা প্রশাসনকে, পুলিশের গোয়েন্দা বিভাগকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছে নবান্ন। রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য মঙ্গলবার নবান্ন থেকে প্রতিটি কমিশনার ও জেলা পুলিশ সুপারের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন। সেখানেই এই নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। বেআইনি বাজি কারখানার খবর কেন পুলিশের কাছে আগাম থাকল না সেই প্রশ্ন তুলে ডিজি বেশকিছু পুলিশ সুপারের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন।

আরও পড়ুন-দিনের কবিতা

নজরদারির সঙ্গে এখন থেকে তল্লাশির সময় কতটা বেআইনি আতশবাজি উদ্ধার করা হয়েছে তার তালিকা পুলিশ সুপারদের লিখিত ভাবে জমা দেওয়ার কথা বলা হয়েছে। বেআইনি বাজি কারবারের সঙ্গে যুক্ত থাকায় কতজনকে গ্রেফতার করে তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে তাও লিখিত ভাবে জানানোর নির্দেশ দিয়েছেন তিনি। আজকের বৈঠকে এডিজি আইনশৃঙ্খলা মনোজ বর্মাও উপস্থিত ছিলেন। এদিকে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী বিভিন্ন জেলার প্রশাসনিক আধিকারিকরা ছাড়াও পুলিশ ও বাজি ব্যবসায়ী সমিতির প্রতিনিধিদের সঙ্গে আলাদা ভাবে একটি বৈঠক করেন বলে জানা গিয়েছে। উল্লেখ্য, পরিবেশবান্ধব বাজি নিয়ে কোনও ক্লাস্টার তৈরি করা যায় কি না তার সম্ভাবনা খতিয়ে দেখতে রাজ্য মন্ত্রিসভা গতকালই একটি কমিটি গড়েছে।

Latest article