আজ উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ

আজ প্রকাশিত হবে এই বছরের উচ্চ মাধ্যমিকের (Higher Secondary) ফল। মাধ্যমিকের থেকে প্রায় দেড় লক্ষ পরিক্ষার্থী বেশি এবার উচ্চ মাধ্যমিকে

Must read

আজ প্রকাশিত হবে এই বছরের উচ্চ মাধ্যমিকের (Higher Secondary) ফল। মাধ্যমিকের থেকে প্রায় দেড় লক্ষ পরিক্ষার্থী বেশি এবার উচ্চ মাধ্যমিকে। এবার আছে প্রায় সাড়ে ৮ লক্ষ পরিক্ষার্থী। এই ব্যাচ করোনাকালে মাধ্যমিক দেয়নি।

আরও পড়ুন-ডিসেম্বর পর্যন্ত সময় আছে, অবসর প্রসঙ্গ এড়ালেন ধোনি

সংসদ সভাপতি চিরঞ্জিব ভট্টাচার্য আজ ফলপ্রকাশ করবেন। ফল জানা যাবে wbresults.nic.in ওয়েবসাইটে। এছাড়া WBCHSE Results 2023 মোবাইল অ্যাপে জানা যাবে ফল। বেলা সাড়ে ১২ টা থেকে ওয়েবসাইটে দেখা যাবে ফল। প্রসঙ্গত ৫৭ দিনের মাথায় এবার উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হচ্ছে।

আরও পড়ুন-বাজিকাণ্ডে কড়া রাজ্য সতর্কিত পুলিশকর্তারা

বুধবার, ২৪ মে ফল প্রকাশ করবে উচ্চশিক্ষা সংসদ। পরীক্ষা শেষ হওয়ার ২ মাস পর এই ফল প্রকাশ করছে সংসদ। সংসদের সভাপতি বুধবার দুপুর সাড়ে ১২ টায় আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করবেন বলে জানা গিয়েছে। অনলাইনে বা এসএমএসের মাধ্যমেই ফলাফল জানা যাবে। প্রাপ্ত নম্বরও জানতে পারবেন।

Latest article