প্রতিবেদন : পর পর দু’বার কঠিন সময়ে ইস্টবেঙ্গলের দুঃসময়ে পাশে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (East Bengal- Mamata Banerjee)। দু’বছর আগে শেষ মুহূর্তে লগ্নিকারী এনে দিয়ে ইস্টবেঙ্গল ক্লাবকে প্রথম বার আইএসএলে খেলার ব্যবস্থা করে দিয়েছিলেন তিনি। কিন্তু চুক্তি নিয়ে ডামাডোলেও শ্রী সিমেন্টকে আরও একটা মরশুমের জন্য ইস্টবেঙ্গলের সঙ্গে থাকতে রাজি করিয়েছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু মরশুম শেষে তারা চলে যায়। তবু ইস্টবেঙ্গলকে ইনভেস্টর সমস্যায় পড়তে দেননি মুখ্যমন্ত্রী। তাঁর উদ্যোগেই শতাব্দী প্রাচীন ক্লাবের সঙ্গে গাঁটছড়া বেঁধেছে ইমামি গ্রুপ।
বুধবার লাল-হলুদ তাঁবুতে ফুটবল সংগ্রহশালা উদ্বোধন করতে এসে মুখ্যমন্ত্রী (East Bengal- Mamata Banerjee) ক্লাবের নতুন লগ্নিকারী সংস্থার কর্তাদের সামনেই বলেন, ‘‘আমি একদিন ইমামির রাধেশ্যামজি, মণীশ গোয়েঙ্কাদের বললাম, আপনারা আমাদের থেকে বেশি বাঙালি, আপনাদের এখানেই জন্ম, আপনাদের এত বড় ব্যবসা, পণ্যের এত সুনাম, এত বড় ব্র্যান্ড! আপনারা কেন ইস্টবেঙ্গল ক্লাবের সঙ্গে যুক্ত হচ্ছেন না! ওঁরা বলেন, দিদি, আপনি যদি বলেন তাহলে আমরা রাজি। সত্যি এত তাড়াতাড়ি যে কাজটা হয়ে যাবে আমি ভাবতে পারিনি।’’ এর পরই অনুষ্ঠান মঞ্চে মুখ্যমন্ত্রীর আশ্বাসে গোটা ইস্টবেঙ্গল মাঠ জুড়ে উচ্ছ্বাসের ঢেউ উঠল, যখন মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, ‘‘আপনারা আজ শুনলে খুশি হবেন, আগামী কয়েক বছরের জন্য এই সম্পর্ক নিয়ে চিন্তা করার কোনও কারণ নেই। আপনারা মন দিয়ে খেলুন। সামনে এগিয়ে চলুন। প্রতি বছর বন্যা হবে আর ঘর ভাঙবে এটা আমরা কেউ চাই না।’’
আরও পড়ুন: বাংলায় স্পোর্টস বিশ্ববিদ্যালয় তৈরির ঘোষণা মুখ্যমন্ত্রীর
এর পরই মুখ্যমন্ত্রী বলেন, ‘‘মোহনবাগান, ইস্টবেঙ্গল আইএসএলে খেলছে। আমি চাই মহামেডানও খেলুক। ওদের এমন একটা জগৎ আছে যেখানে পয়সার অভাব হবে না। কলকাতার এই তিনটি ক্লাব আমাদের গর্ব। ওদের পাশে সবাই আছে। আর ছোট্ট ভালবাসার মানুষ হিসেবে আমিও আছি ওদের পাশে।’’