সংবাদদাতা, শিলিগুড়ি : শুধু সবুজ আবির মাখলেই হবে না। মনটাকেও সবুজ করতে হবে। তাই সত্যি সত্যি মনটাকে সবুজ করুন। সোমবার শিলিগুড়ি পুর নির্বাচনে এককভাবে তৃণমূল কংগ্রেসের জয়ের পরে শিলিগুড়িতে এসে এমনই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন তিনি কলকাতা থেকে বেলা চারটে নাগাদ বাগডোগরা বিমানবন্দরে নামেন। সেখান থেকে তিনি শিলিগুড়ি নৌকাঘাট মোড়ে আসেন। নৌকাঘাট মোড়ে স্বামী পঞ্চানন বর্মার নতুন মূর্তি উন্মোচন করা হয়েছে তাঁর জন্মদিনে। সেই মূর্তিতে পুষ্প-মাল্য দিয়ে সম্মান জানাতেই মুখ্যমন্ত্রী এদিন আসেন। এদিন তৃণমূল কংগ্রেস শিলিগুড়ি কর্পোরেশন দখল করায় মুখ্যমন্ত্রী শিলিগুড়িবাসীকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, ঠাকুর পঞ্চানন বর্মাকে শ্রদ্ধা জানাতেই এখানে এসেছি। এখানে ধর্ম-বর্ণ অনেক সম্প্রদায়ের মানুষ আছেন। আপনাদের কাছে যে সম্মান পেয়েছি তার জন্য অভিনন্দন জানাচ্ছি। সকলকে বলছি, আমার নেপালি ভাই-বোনেরা, মতুয়া ভাই-বোনেরা, ইয়ং গ্রুপ থেকে শুরু করে সবাই ভোট দিয়েছেন এমনকী অটোচালক, টোটো চালক ও গরিব মানুষ খেটে খাওয়া মানুষেরা ভোট দিয়েছেন। তাই আমি আমার অন্তরের অন্তস্তল থেকে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। শিলিগুড়ি খুব গুরুত্বপূর্ণ জায়গা। শিলিগুড়ির বিমানবন্দর আরও উন্নত হোক আমি চাই। ১০০ একর জমি দিয়েছি এয়ারপোর্টকে বাড়ানোর জন্য। এই এয়ারপোর্ট এয়ারফোর্সের অধীনে থাকার কারণে রাতের বেলা কোনও বিমান নামত না। সেই ব্যবস্থাও এখন করেছি। ২০০ রাজবংশী স্কুল করেছি এমনকী হিন্দি কলেজও করা হয়েছে।
আরও পড়ুন – পুরভোটে মানুষের রায় জগাই-মাধাই-গদাই বিদায়
শিলিগুড়ি শহরের অন্যতম জ্বলন্ত সমস্যা ট্রাফিক। ট্রাফিক জ্যামের বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) অবগত। তাই মুখ্যমন্ত্রী বলেন, আগামী দিনে শিলিগুড়ি ট্রাফিক ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। নতুন করে ট্যারিফ প্ল্যান-এর জন্য উত্তরবঙ্গের আইজি ডিপিসি শিলিগুড়ির পুলিশ কমিশনার গৌরব শর্মাকে প্ল্যান করার জন্য নির্দেশ দিয়েছেন। এখানকার উন্নয়নের জন্য তিস্তা সিডি তৈরি করা হচ্ছে। গৌতম দেবকে যে মেয়র করা হচ্ছে তাও তিনি এদিন এখানে জানিয়েছেন। শিলিগুড়িতে কলকাতা রাজারহাট এর মতো ঝাঁ-চকচকে করার কথাও জানিয়েছেন তিনি। এই প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বলেন শুধু টাকা হলেই হবে না। কাজও করতে হবে। মানুষের উপর বোঝা বাড়ানো যাবে না কখনও। আমরা ট্যাক্স মানুষের উপরে চাপাই না। মনটাকে সবুজ করুন। শুধু মুখে সবুজ আবির মাখলেই হবে না। মনটা কেউ সবুজ করতে হবে। মন সবুজ রাখা মানে সরলতা স্থাপত্য হেরিটেজ সৌন্দর্য জ্ঞান সবকিছু নিয়ে মানুষের পাশে দাঁড়াতে হবে। ঠাকুর পঞ্চানন বর্মার জন্মদিনে মুখ্যমন্ত্রী এই শপথ নেন। তিনি বলেন, শিলিগুড়ির মানুষ যে আশীর্বাদ দিয়েছেন সেই আশীর্বাদ নিয়ে আপনাদের দেখানো পথেই আমরা চলব।