সংবাদদাতা, মেদিনীপুর : আবার বীরভূমের দেউচা পাঁচামি কয়লা খনি প্রকল্প ও কর্মসংস্থান নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে অত্যন্ত গুরুত্ব দিচ্ছেন, তা এদিন খড়্গপুরের সভা থেকে ফের স্পষ্ট করে দিয়েছেন তিনি। এটি ভারতের বৃহত্তম এবং পৃথিবীর তৃতীয় বৃহত্তম কয়লা খনি।
আরও পড়ুন-পর্যটনেও বাংলা দ্রুত গতিতে এগিয়ে চলেছে
এখানকার প্রকল্পতে এক লক্ষেরও বেশি চাকরি হবে বলে এদিন স্পষ্ট জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। কিন্তু এই গুরুত্বপূর্ণ প্রকল্প রূপায়ণের ক্ষেত্রে বিজেপি ও সিপিএমের লোকেরা রোজ গিয়ে গন্ডগোল পাকিয়ে আসছে বলে এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খড়্গপুরের সভা থেকে অসন্তোষ প্রকাশ করেছেন।
আরও পড়ুন-জঙ্গলমহল সুন্দরী নতুন কর্মসংস্থান
এদিন মুখ্যমন্ত্রী জানান, “বিজেপি ও সিপিএমের লোকেরা ওখানে এই প্রকল্প করা যাবে না, বলছেন কেন? কারণ ওখানে এই প্রকল্প হলে এক লক্ষ ছেলেমেয়ের চাকরি হয়ে যাবে। তাহলে তখন সিপিএম ও বিজেপি ক্ষুদ্র পলিটিক্স করবে কীভাবে? আমি বলি— যার খেতে দেওয়ার ক্ষমতা নেই, তার পলিটিক্স করার দরকার নেই। ওখানে অনেক আদিবাসী ভাই-বোনেরা আছে। তাদের আমরা বাড়ি করে দিচ্ছি। জমির বিনিময়ে উপযুক্ত টাকা দিচ্ছি। স্পেশ্যাল ক্যাটাগরিতে চাকরিও করে দিচ্ছি। এমনকী হাতির হানায় কারওর মৃত্যু হলে, তারও পরিবারের কাউকে ক্ষতিপূরণ ও চাকরি আমরা করে দিচ্ছি।”