অশান্তি তৈরি করছে বিরোধীরা দেউচা পাঁচামি হবেই জানালেন মুখ্যমন্ত্রী

এদিন খড়্গপুরের সভা থেকে ফের স্পষ্ট করে দিয়েছেন তিনি। এটি ভারতের বৃহত্তম এবং পৃথিবীর তৃতীয় বৃহত্তম কয়লা খনি।

Must read

সংবাদদাতা, মেদিনীপুর : আবার বীরভূমের দেউচা পাঁচামি কয়লা খনি প্রকল্প ও কর্মসংস্থান নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে অত্যন্ত গুরুত্ব দিচ্ছেন, তা এদিন খড়্গপুরের সভা থেকে ফের স্পষ্ট করে দিয়েছেন তিনি। এটি ভারতের বৃহত্তম এবং পৃথিবীর তৃতীয় বৃহত্তম কয়লা খনি।

আরও পড়ুন-পর্যটনেও বাংলা দ্রুত গতিতে এগিয়ে চলেছে

এখানকার প্রকল্পতে এক লক্ষেরও বেশি চাকরি হবে বলে এদিন স্পষ্ট জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। কিন্তু এই গুরুত্বপূর্ণ প্রকল্প রূপায়ণের ক্ষেত্রে বিজেপি ও সিপিএমের লোকেরা রোজ গিয়ে গন্ডগোল পাকিয়ে আসছে বলে এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খড়্গপুরের সভা থেকে অসন্তোষ প্রকাশ করেছেন।

আরও পড়ুন-জঙ্গলমহল সুন্দরী নতুন কর্মসংস্থান

এদিন মুখ্যমন্ত্রী জানান, “বিজেপি ও সিপিএমের লোকেরা ওখানে এই প্রকল্প করা যাবে না, বলছেন কেন? কারণ ওখানে এই প্রকল্প হলে এক লক্ষ ছেলেমেয়ের চাকরি হয়ে যাবে। তাহলে তখন সিপিএম ও বিজেপি ক্ষুদ্র পলিটিক্স করবে কীভাবে? আমি বলি— যার খেতে দেওয়ার ক্ষমতা নেই, তার পলিটিক্স করার দরকার নেই। ওখানে অনেক আদিবাসী ভাই-বোনেরা আছে। তাদের আমরা বাড়ি করে দিচ্ছি। জমির বিনিময়ে উপযুক্ত টাকা দিচ্ছি। স্পেশ্যাল ক্যাটাগরিতে চাকরিও করে দিচ্ছি। এমনকী হাতির হানায় কারওর মৃত্যু হলে, তারও পরিবারের কাউকে ক্ষতিপূরণ ও চাকরি আমরা করে দিচ্ছি।”

Latest article