বাংলার আটকে পড়া শ্রমিকদের ফেরাতে উত্তরকাশীতে টিম পাঠালেন মুখ্যমন্ত্রী

Must read

উত্তরকাশীর টানেলে টানা ১৭ দিন ধরে আটকে রয়েছেন ৪১ শ্রমিক। আটকে পড়া ৪১ জন শ্রমিকদের মধ্যে ৩ জন শ্রমিক বাংলার। তাঁদের বাংলায় ফিরিয়ে আনতে এবং উদ্ধারকাজে সাহায্য করতে রাজ্য থেকে একটি টিম পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) জানান, উত্তরকাশীর টানেলে আটকে পড়া বাংলার ৩ শ্রমিককে ফেরাতে সেখানে যাচ্ছে দিল্লির রেসিডেন্ট কমিশনারের লিয়াজঁ অফিসার রাজদীপ দত্তের নেতৃত্বাধীন একটি বিশেষ দল। দিল্লি থেকে গাড়িতে উত্তরকাশীর পথে রওনা দিয়েছে ওই টিম। বাংলার ৩ শ্রমিক মনির তালুকদার, সেবিক পাখেরা এবং জয়দেব প্রামাণিককে ফিরিয়ে আনবে ওই দল। টানা ১৬ দিন ধরে উদ্বেগের মধ্যে রয়েছে তাঁদের পরিবারের সদস্যরা। বারবার যান্ত্রিক সমস্যার জন্য থেমে গিয়েছে উদ্ধারকার্য। বর্তমানে ম্যানুয়াল ড্রিলিংয়ের মাধ্যমেই শ্রমিক উদ্ধারের কাজ চলছে। সব ঠিক থাকলে আজ মঙ্গলবারই শ্রমিকদের উদ্ধার করা সম্ভব হবে বলে খবর।

গত ১২ নভেম্বর থেকে সিল্কিয়ারা সুড়ঙ্গে আটক শ্রমিকেরা। সেই থেকে বিভিন্ন উপায়ে চলছে উদ্ধারের চেষ্টা। একটি পরিকল্পনা ব্যর্থ হলে অন্য পরিকল্পনা গ্রহণ করে এগিয়েছে উদ্ধারকাজ। শেষ পর্যন্ত ইঁদুরের মতো গর্ত খনন করে উদ্ধারকাজ চালানো হয়েছে। যন্ত্রের পরিবর্তে হাত দিয়েই হয়েছে খনন কাজ।

আরও পড়ুন-কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদ, বিধানসভায় আম্বেদকর মূর্তির সামনে ধর্নায় তৃণমূল বিধায়করা

Latest article