প্রতিবেদন : বুধবার ইস্টবেঙ্গল তাঁবুতে ক্লাবের ফুটবল সংগ্রহশালা উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার জন্য লাল-হলুদ তাঁবুতে চরম ব্যস্ততা। ক্লাবকর্তারা খুশি মুখ্যমন্ত্রী সংগ্রহশালা উদ্বোধনে সম্মতি দেওয়ায়। দুপুর আড়াইটেয় লেসলি ক্লডিয়াস সরণির ক্লাবে পৌঁছবেন মুখ্যমন্ত্রী। শতবর্ষের কয়েন উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। তাঁকে সম্মানিত করবে ক্লাব।
আরও পড়ুন-দ্রুত সমাধানের কথা দিলেন মন্ত্রী
অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সিনিয়র দলের কোচ স্টিফেন কনস্ট্যানটাইন-সহ দলের সমস্ত ফুটবলার। এছাড়াও আমন্ত্রিত প্রায় পাঁচশো অতিথি। গ্যালারির একদিক খোলা রাখা হবে সভ্য-সমর্থকদের জন্য। সেখানে প্রায় ১২০০ থেকে ১৫০০ সমর্থক উপস্থিত থেকে অনুষ্ঠান দেখতে পারবেন।
ক্লাবের যে ফুটবল সংগ্রহশালা উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী, সেখানে কী থাকছে জানার আগ্রহ রয়েছে অনেকের। ক্লাব সূত্রে জানা গিয়েছে, দেশে প্রথম কোনও ফুটবল সংগ্রহশালা তৈরি হয়েছে। একশো বছরের ইতিহাস তুলে ধরা হয়েছে সংগ্রহশালায়।
আরও পড়ুন-ধাপে ধাপে এগোতে চাই : অচিন্ত্য, রাজ্য সরকারের সংবর্ধনা
আসিয়ান জয়ের স্মারক, ট্রফি নিয়ে বাইচুং, মুসাদের উচ্ছ্বাসের স্মারক, পঞ্চপাণ্ডবের মূর্তি, কৃশানু দে-র শেষ ম্যাচে খেলা বুট, ’৭৫-এর শিল্ড জয়ী দলের জার্সি-সহ অজস্র দুষ্প্রাপ্য ছবি, স্মারক থাকছে এতে। উদ্বোধনের পরদিন থেকেই সাধারণ দর্শকদের জন্য দুপুর দুটো থেকে সন্ধ্যা ছ’টা পর্যন্ত খোলা থাকবে সংগ্রহশালা।