প্রতিবেদন : রাজ্যের জমি সংক্রান্ত সমস্ত তথ্য এবার অনলাইনেই মিলবে। বিধানসভার প্রশ্নোত্তর পর্বে একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভূমি ও ভূমি সংস্কার দফতর রয়েছে মুখ্যমন্ত্রীর হাতেই। শুক্রবার এই সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী জানান, ভূমি দফতরের কাজে স্বচ্ছতা আনতে সরকার অনলাইন ব্যবস্থার ওপর জোর দিচ্ছে।
আরও পড়ুন-স্বাস্থ্যসাথী কার্ড পুলিশকে নজরদারির নির্দেশ মুখ্যমন্ত্রীর
ইতিমধ্যেই ল্যান্ড ব্যাঙ্ক চালু হয়েছে। জমি রেজিস্ট্রেশন করার সময় একসঙ্গে নাম পত্তন বা মিউটেশন হচ্ছে স্বয়ংক্রিয় ভাবে। ইতিমধ্যে ১ কোটি ২৭ লক্ষ জমির এই পদ্ধতিতে মিউটেশন হয়েছে। দেড় লাখ জমির চরিত্র বদল করা হয়েছে। ২ লক্ষ ২২ হাজার লোককে নিজ ভূমি নিজ গৃহতে পাট্টা দেওয়া হয়েছে। ২৬১টি কলোনির বাসিন্দাদের পাট্টা দেওয়া হয়েছে। জমি সংক্রান্ত অভাব অভিযোগের নিষ্পত্তির সুযোগ দুয়ারে সরকার শিবির থেকে মিলবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, রাজ্যে ৪০০-র বেশি দুয়ারে সরকারের শিবির হয়েছে। চলছে। অসুবিধা হলে আবেদন করুন ১৫ দিনের মধ্যে উত্তর দেবে সরকার।