তৈরি মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প, বাংলার নতুন সফর-পালক, অচিরেই খুলছে সবুজদ্বীপ

এই বিষয়ে জেলা পরিষদের সভাধিপতি মেহবুব রহমান বলেন, ‘মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প হল সবুজদ্বীপ। খুব সুন্দরভাবে গড়ে তোলা হয়েছে এটি।

Must read

সুমন করাতি, হুগলি: এখন শুধু মুখ্যমন্ত্রীর হাতে ফিতে কাটার অপেক্ষা। কিছুদিনের মধ্যে তাঁর হাত ধরেই খুলে যাবে পর্যটনপ্রিয় বাংলার মানুষদের জন্য গড়ে তোলা বলাগড়ের নবনির্মিত সবুজদ্বীপ পর্যটন কেন্দ্রটি। শুক্রবার সকালে নবনির্মিত এই পর্যটন কেন্দ্রটি ঘুরে দেখলেন জেলা প্রশাসনের কর্তাব্যক্তিরা। দলে ছিলেন পর্যটন দফতরের সচিব সৌমিত্র মোহন, হুগলির জেলাশাসক ড. দিতিপ্রিয়া পি, জেলা সভাধিপতি মেহবুব রহমান-সহ অন্যরা।

আরও পড়ুন-স্বনির্ভর গোষ্ঠী গঠনে দেশের মধ্যে শীর্ষে বাংলা, ট্যুইট মুখ্যমন্ত্রীর

এই বিষয়ে জেলা পরিষদের সভাধিপতি মেহবুব রহমান বলেন, ‘মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প হল সবুজদ্বীপ। খুব সুন্দরভাবে গড়ে তোলা হয়েছে এটি। সমস্ত কাজই সম্পূর্ণ। শুধু বৈদ্যুতীকরণের কাজ কিছুটা বাকি। তাও অতি-সত্বর শেষ হয়ে যাবে। পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয় বেড়ানোর স্থান হিসেবে গণ্য হবে এই সবুজদ্বীপ। এটি চালু হয়ে গেলে বাংলার বিভিন্ন প্রান্ত থেকে ভ্রমণপিপাসু মানুষজন আসবেন। গঙ্গার উপর নৈসর্গিক রূপ উপভোগ করবেন। আমাদের এই জেলায় যেসব দর্শনীয় স্থান রয়েছে সেগুলির মধ্যে অন্যতম স্থান পেতে চলেছে এই পর্যটন কেন্দ্র। মুখ্যমন্ত্রীর একান্ত ইচ্ছা ও প্রচেষ্টায় গড়ে উঠেছে এটি। এখানে বেশ কয়েকটি সুন্দর কটেজ গড়ে তোলা হয়েছে। আশা করছি, যে কোনওদিন মুখ্যমন্ত্রী এসে তাঁর এই স্বপ্নের প্রকল্পটির উদ্বোধন করবেন।’

Latest article