প্রতিবেদন : দুয়ারে সরকার কর্মসূচির মেয়াদ বাড়ার প্রেক্ষিতে ওই কর্মসূচি নিয়ে আলোচনা করতে মুখ্যসচিব হরি কৃষ্ণ দ্বিবেদী একটি উচ্চ পর্যায়ের বৈঠকে বসছেন। শুক্রবার দুপুরে ভার্চুয়াল ওই বৈঠকে যোগ দেওয়ার জন্য প্রত্যেক জেলার জেলাশাসক মহকুমা শাসক এবং বিডিওদের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি কুড়িটি বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরের সচিব ও আধিকারিকেরা ওই বৈঠকে উপস্থিত থাকবেন।
আরও পড়ুন-হাওড়া শহরে ২ লাখ শিশু-কিশোরকে হাম-রুবেলার টিকা দেওয়ার রূপরেখা
স্বাস্থ্য, আদিবাসী বিষয়ক, কৃষি, পঞ্চায়েত, নগর উন্নয়ন, জনস্বাস্থ্য ও কারিগরি দফতর-সহ কয়েকটি দপ্তরের কর্তাদের নবান্নে সশরীরে সরাসরি উপস্থিত থাকতে বলা হয়েছে। বৈঠকে দুয়ারে সরকার ও পাড়ায় সমাধান কর্মসূচি নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ দেওয়া হতে পারে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। পাশাপাশি দুয়ারে সরকার শিবির গুলিতে ইতিমধ্যে জমা করা আবেদনগুলির নিষ্পত্তির বিষয়েও কিছু নির্দেশ দেয়া হতে পারে।প্রসঙ্গত নবান্নের তরফে ইতিমধ্যেই নির্দেশ দেওয়ার হয়েছে দুয়ারে সরকারের মাধ্যমে সমস্ত সুযোগ-সুবিধা চলতি বছরের ৩০ ডিসেম্বরের মধ্যেই উপভোক্তাদের দেওয়া হবে।
আরও পড়ুন-অভিনন্দন জানাতে ঢল, যেন জনসভা
শুক্রবারের উচ্চ পর্যায়ের ওই বৈঠক থেকে সেই সংক্রান্ত গুরুত্বপূর্ণ নির্দেশ দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে। চলতি মরসুমে ১ নভেম্বর থেকে রাজ্যজুড়ে দুয়ারে সরকার কর্মসূচি শুরু হয়েছে। রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা নিতে চেয়ে এখনও পর্যন্ত দুয়ারে সরকারের মাধ্যমে লক্ষাধিক আবেদন জমা পড়েছে। স্বাস্থ্য সাথী, লক্ষীর ভান্ডার-সহ কয়েকটি প্রকল্পের জন্য সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে বলে সূত্রের খবর।
নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…
শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…
ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…
নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকারের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার স্থগিত রাখার সিদ্ধান্তের প্রতিবাদে অভিনব পদক্ষেপ নিলেন তামিলনাড়ুর…
সংবাদদাতা, বারাসত : জনসুনামির সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনার জেলা সদর বারাসত। সোমবার বারাসতের কাছারি…
ব্যুরো রিপোর্ট: শুনানির নামে হয়রানির প্রতিবাদে রাজ্যজুড়ে গর্জে উঠেছে তৃণমূল (ECI_TMC)। সোমবার মালদহ, কোচবিহার, রায়গঞ্জে…