করোনা সংক্রমণ বাড়ছে, একগুচ্ছ নির্দেশ দিলেন মুখ্যসচিব

Must read

রাজ্যে আবারও বাড়ছে করোনা (Coronavirus) সংক্রমণ। তাই আরও বেশি করে করোনা বিধিনিষেধ মেনে চলার উপর জোর দেওয়ার কথা জানালেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী (Harikrishna Dwibedi)। পরিস্থিতি মোকাবিলায় শনিবার রাজ্যের সমস্ত জেলাশাসক, জেলা স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন মুখ্যসচিব। সেখানে মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহারের উপর জোর দেওয়া হয়।

একই সঙ্গে, বাজার বা জনবহুল এলাকায় যাতে করোনা বিধি মেনে চলা হয়, তার উপর নজরদারি করতে নির্দেশ দিয়েছেন হরিকৃষ্ণ দ্বিবেদী।

সংক্রমণের (Coronavirus) হার সব থেকে বেশি কোচবিহার, আলিপুরদুয়ার এবং পুরুলিয়ায়। ফলে এই তিন জেলার উপর বিশেষ নজর দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব। জোর দেওয়া হয়েছে বুস্টার ডোজের উপরেও। বুস্টার ডোজ যাতে সবাই নেন সে দিকে নজর দিতে বলা হয়েছে জেলাশাসকদের। প্রয়োজনে বাড়ি বাড়ি পাঠাতে হবে আশা কর্মীদের।

Latest article