ওয়েস্টমিনস্টার হলে রানিকে শ্রদ্ধা জানানোর অনুমতি পেল না চিনা দল

কিন্তু, ব্রিটেনের হাউস অব কমন্সের স্পিকার স্যার লিন্ডসে হোয়েল তাঁদের ওয়েস্টমিনস্টার হলে প্রবেশের অনুমতি দেননি।

Must read

প্রতিবেদন : ব্রিটেনের প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথকে সম্মান জানাতে এসে চূড়ান্ত অসম্মানিত হতে হল চিনা সরকারি প্রতিনিধি দলকে। রানির কফিনের ধারে কাছেও যেতে দেওয়া হল না তাঁদের। সংবাদসংস্থা বিবিসি জানিয়েছে, শুক্রবার লন্ডনের ওয়েস্টমিনস্টার হলে রানির লাইং-ইন-স্টেট-এ যোগ দিতে এসেছিল এক চিনা সরকারি প্রতিনিধি দল। কিন্তু, ব্রিটেনের হাউস অব কমন্সের স্পিকার স্যার লিন্ডসে হোয়েল তাঁদের ওয়েস্টমিনস্টার হলে প্রবেশের অনুমতি দেননি।

আরও পড়ুন-যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিদের জামিন বলল সুপ্রিম কোর্ট

বেজিং-এর বিরুদ্ধে শিনজিয়াং প্রদেশে সংখ্যালঘু উইঘুর মুসলিমদের উপর দুর্ব্যবহার করার অভিযোগে ব্রিটিশ পার্লামেন্টের পাঁচ সদস্য তীব্র প্রতিবাদ করেছিলেন। সে কারণে ওই পাঁচজনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছিল চিন। তারই পাল্টা হিসাবে এই পদক্ষেপ করেছেন স্পিকার, এমনটাই জানা গিয়েছে। চিনা প্রতিনিধি দলকে রানির অন্ত্যেষ্টিক্রিয়ায় উপস্থিত থাকার অনুমতি দেওয়া হলেও ওয়েস্টমিনস্টার হলে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। একইভাবে রানির শেষকৃত্যানুষ্ঠানে বিভিন্ন রাষ্ট্রনেতাদের আমন্ত্রণ জানানো হলেও রাশিয়া, বেলারুশ ও মায়ানমারকে আমন্ত্রণ করা হয়নি।

আরও পড়ুন-তৃণমূলের প্রশ্নের সদুত্তর দিলেন না কেন্দ্রীয় মন্ত্রী

চিনা রাষ্ট্রপ্রধানকে রানির শেষকৃত্যে আমন্ত্রণ জানানো হলেও তা নিয়ে ব্রিটিশ সাংসদরা তীব্র আপত্তি তুলেছিলেন। তবে সৌজন্য দেখিয়ে ব্রিটেনের বিদেশ, কমনওয়েলথ এবং উন্নয়ন মন্ত্রকের পক্ষ থেকে চিনা প্রেসিডেন্ট শি জিনপিংকে আমন্ত্রণ জানানো হয়েছে। ১০ ডাউনিং স্ট্রিট জানিয়েছে, যে দেশগুলির সঙ্গে ব্রিটেনের কূটনৈতিক সম্পর্ক রয়েছে তাদের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় আমন্ত্রণ জানানোটাই রীতি। তবে আমন্ত্রিত হলেও শেষ পর্যন্ত ব্রিটেনে আসবেন না জিনপিং। সূত্রের খবর, তাঁর জায়গায় ভাইস-প্রেসিডেন্ট ওয়াং কিশানের নেতৃত্বে এক প্রতিনিধিদলকে লন্ডন পাঠানো হবে।

Latest article