প্রতিবেদন : আবহাওয়া দফতরের পূর্বাভাস অক্ষরে অক্ষরে মিলিয়ে দিয়ে ষষ্ঠীর সন্ধে নামতেই শহরে হাজির বৃষ্টি। বৃষ্টি-অসুর হানা দিল উৎসবের কলকাতায়। তাল কাটল উৎসবের। তাল কাটল উদযাপনে। শনিবার সকাল থেকে ছিল চড়া রোদ আর ভ্যাপসা গরম। কিন্তু ‘কুছ পরোয়া নেই’ বলে পথে নেমেছিল আমজনতা। বিকেল অবধি সব ঠিকঠাকই ছিল।
আরও পড়ুন –পুকুরে গড়িয়ে পড়ল ট্রাক্টর, মৃত ২৭
কিন্তু সন্ধে গড়াতেই সব গোলমাল করল বৃষ্টি। বোধনের ঢাকে কাঠি পড়তেই ঝেঁপে বৃষ্টি। মাথায় উঠল ঠাকুর দেখা। জামাকাপড় ভিজে চুপচুপে। সাজগোজ তখন মাথায় উঠেছে। বৃষ্টি থেকে মাথা বাঁচাতে সবাই খুঁজছে শেডের তলা। শুধু কলকাতা নয়, শহরতলির একাধিক জায়গা থেকেও হালকা বা মাঝারি বৃষ্টির খবর এসেছে। সকাল থেকে ভ্যাপসা গরমে অস্বস্তি থাকলেও তা উপেক্ষা করেই চলছিল ঠাকুর দেখা। কিন্তু সন্ধ্যা হতেই বৃষ্টি। যার জেরে বোধনেই তাল কাটল উৎসবের। সপ্তমীতেও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।