রবীন্দ্রজয়ন্তীতে সেজে উঠছে শহর

তিনি জানান, আজ, সোমবার সকাল ৯টায় প্রথমে পতাকা মোড়ে মনোজ্ঞ অনুষ্ঠানের মধ্যে দিয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা নিবেদন করা হবে।

Must read

অপরাজিতা জোয়ারদার, রায়গঞ্জ: কবিগুরুর জন্মদিনে সেজে উঠবে শহর। বাঙালির নানান উৎসবকে মাথায় রেখে বসবে মূর্তি। প্রতিটি অলিগলি হবে আলোময়। তেমনই উদ্যোগ রায়গঞ্জ পুরসভার। আজ ২৫ বৈশাখ রায়গঞ্জের এলাকাগুলিকে সাজাতে বসবে নিখুঁত কারুকাজের মূর্তি। সবুজায়নের বার্তা দিতে বসানো হবে গাছ। পুরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস জানান, করোনা পরবর্তী সময়ে শহরের মানুষকে সুস্থ, স্বচ্ছ ও সুন্দর পরিবেশ উপহার দিতে একগুচ্ছ উদ্যোগ নেওয়া হয়েছে। ২৫ শে বৈশাখ উপলক্ষে ওই নানান পদক্ষেপের উদ্বোধন করা হবে।

আরও পড়ুন-যুবকের মৃত্যু নিয়ে বিজেপির ফের রাজনীতি

তিনি জানান, আজ, সোমবার সকাল ৯টায় প্রথমে পতাকা মোড়ে মনোজ্ঞ অনুষ্ঠানের মধ্যে দিয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা নিবেদন করা হবে। এরপর হাজারিলাল পেট্রোল পাম্পের সামনে মা দুর্গার প্রতিমা স্থাপন, সুপার মার্কেট সংলগ্ন স্থানে টয়লেট ব্লক এবং কিছুটা দূরে কাজী নজরুল ইসলামের মূর্তি স্থাপন করা হবে। এরই পাশাপাশি রাজ্যের অন্যান্য শহরগুলির মতো রায়গঞ্জ শহরের শিলিগুড়ি মোড়, কসবা ও কলেজ পাড়ায় বেশ কয়েকটি ‘আই লাভ রায়গঞ্জ’ ফলক উন্মোচন করা হবে। কলেজ পাড়ায় একটি পার্কে টয়ট্রেন ও অত্যাধুনিক লাইট অ্যান্ড সাউন্ড গ্যালারিও উদ্বোধন করতে চলেছে রায়গঞ্জ পুরসভা। চেয়ারম্যান বলেন, “আমরা শহরবাসীর জন্য একাধিক উদ্যোগ নিয়েছি। কৃষ্টি ও সংস্কৃতির কথা মাথায় রেখেই শহরের সৌন্দর্যায়নের ব্যবস্থা করা হয়েছে।”

Latest article