গঙ্গাসাগরে ভিআইপিদের প্রবেশ নিয়ে স্পষ্ট বার্তা দিলেন মুখ্যমন্ত্রী

Must read

“খুব প্রয়োজন ছাড়া পাইলট নিয়ে ভিআইপিদের প্রবেশ করতে দেওয়া যাবে না। কারণ এত ভিড়ে মধ্য যদি ভিআইপিরা যায়, তাহলে সমস্যা হয়ে যাবে। এত মানুষের মধ্যে পাইলট নিয়ে যাওয়ায় সমস্যা হয়।“ গঙ্গাসাগর মেলা (Gangasagar Mela) নিয়ে বৈঠক এমনটাই জানিয়ে দিলেন  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

বুধবার নবান্নে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। গঙ্গাসাগর মেলা (Gangasagar Mela) ঘিরে সারাদেশ থেকে কপিলমুণির আশ্রমে আসেন পুণ্যার্থীরা। তাঁদের জন্য সুবন্দোবস্ত করতে তৎপর মুখ্যমন্ত্রী। সেখানে ভিআইপি-রা যদি পাইলটকার নিয়ে যাতায়াত করেন তাহলে সাধারণ মানুষের অসুবিধা হবে। এই কথা মাথা রেখেই মুখ্যমন্ত্রী এই নির্দেশ দিয়েছেন। পাশাপাশি, বাইরে থেকে আগত ভিআইপিদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর বার্তা, “বাইরের রাজ্যর ভিআইপিরা আসলে তাঁদেরও বলতে হবে, যে সাধারণ মানুষ হিসেবে যান তাতে সমস্যা নেই, কিন্তু পাইলট নিয়ে গেলে সেখানে সমস্যা হয়ে যাবে। আসতে যে কেউ পারেন।“

আরও পড়ুন- সাগরেও আরতি, পুণ্যার্থীদের সুবিধার্থে বাড়ছে বাস: গঙ্গাসাগর মেলার দায়িত্ব ভাগ করে জানালেন মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী বলেন, “গঙ্গাসাগর মেলা আমাদের গর্ব। পৃথিবীর সব থেকে বড় মেলা। ৪০ লক্ষ মানুষ আসে। ১ ঘণ্টা আগে চিড়িয়াখানার সামনে থেকে এলাম। দেখলাম খুব ভিড়। কলকাতা পুলিশ কিছু মাইক্রোফোন ব্যবহার করছে। ট্রাফিককে আরও ভাল করে দেখতে হবে। পুণ্যার্থীদের জন্য ২ হাজার ২৫০ সরকারি বাস, ৩২টি ভেসেল, ১০০টি লঞ্চ ব্যবহার করা হবে৷ এ ছাড়াও রেলকে অনুরোধ করব, মেলা চলাকালীন বেশি করে ট্রেন চালাতে। সেই সময়ে যাতে কোনও ট্রেন ক্যানসেল না হয়, সেটা দেখতে হবে। কারণ, এই সময় ট্রেন ক্যানসেল হলে সারা পৃথিবীর কাছে একটা খারাপ মেসেজ যায়৷’

প্রতিবারের মতো এবারও যাঁরা মেলা আসবেন, তাঁদের স্বাস্থ্য পরিষেবার বিষয়টিতেও বরাবরের মতো গুরুত্ব  দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “গঙ্গাসাগরে আগত পুণ্যার্থীদের জন্য থাকছে জলের ৬০ লাখ পাউচ।“ মেলায় গিয়ে দুর্ঘটনায় কারও মৃত্যু হলে ৫ লক্ষ টাকার বিমার সুবিধা পাবে পরিবার।

Latest article