স্বাধীনতা দিবসের (Independence Day) অনুষ্ঠানে রাজ্যের পুলিশ আধিকারিকদের পুরস্কার প্রদান করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথা মাফিক এবারও তার হল। রাজ্যের IAS-WBCSদের সম্মানিত করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সব সময় প্রশাসনিক ক্ষেত্রে উচ্চপদস্থ সরকারি আধিকারিকদের গুরুত্ব দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁদের সম্মান করেন এবং যেকোনও পরিস্থিতি তাঁদের পাশে দাঁড়ান অভিভাবকের মতো। এই ধারাই বজায় রইল মঙ্গলবার রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানেও।
১৫ অগাস্টে রাজ্যের ১১জন পুলিশ আধিকারিককে পুরস্কৃত করলেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) । সেই সঙ্গে এদিন আইএএস অফিসারকেও বিশেষ সম্মান প্রদান করেন মুখ্যমন্ত্রী। তাঁদের কর্মজীবনে উল্লেখযোগ্য অবদানের জন্য সম্মানিত করেন তিনি। এবার সিভিল সার্ভিস অফিসারদের সম্মান প্রদান করেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন: ৭৭তম স্বাধীনতা দিবসে IAS-IPS-সহ আধিকারিকদের সম্মান প্রদান মুখ্যমন্ত্রীর
মুখ্যমন্ত্রীর হাত থেকে যাঁরা বিশেষ সম্মান
পেলেন:
স্বরাষ্ট্রসচিব বিপি গোপালিকা
আইএএস বিবেক কুমার
আইএএস মনোজ পন্ত
আইএএস প্রভাত মিশ্র
আইএএস সংঘমিত্রা ঘোষ
আইএএস নারায়ণ স্বরুপ নিগম
আইএএস শান্তনু বসু
আইএএস পিবি সেলিম
আইএএস শরদ কুমার দ্বিবেদী (উত্তর ২৪ পরগনার জেলাশাসক)
আইএএস মুক্তা আর্য্য (হাওড়ার জেলাশাসক)
ডব্লিউবিসিএস বিধান রায় (বীরভূমের জেলাশাসক)
মঙ্গলবার রেড রোডের অনুষ্ঠানে (Independence Day Program) ‘চিফ মিনিস্টার পুলিশ মেডেল ফর আউটস্ট্যান্ডিং সার্ভিস’ দেওয়া হয় এক জন আইপিএস অফিসারকে। তিনি হলেন, পশ্চিমবঙ্গ পুলিশের ওয়েস্টার্ন জোনের এডিজি ও আইজিপি শ্রী ত্রিপুরারি অথর্ব।
এছাড়াও এদিন মুখ্যমন্ত্রী পুলিশ মেডেল ফর কমান্ডেবল সার্ভিস’ সম্মান পেয়েছেন পাঁচ আইপিএস অফিসার। আলিপুরদুয়ারের পুলিশ সুপার ওয়াই রঘুবংশী, হাওড়া গ্রামীণের পুলিশ সুপার স্বাতী ভাঙ্গালিয়া, পুরুলিয়ার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার ধৃতিমান সরকার, হুগলি গ্রামীণের পুলিশ সুপার আমনদীপ।