৭৭তম স্বাধীনতা দিবসে IAS-IPS-সহ আধিকারিকদের সম্মান প্রদান মুখ্যমন্ত্রীর

Must read

দেশজুড়ে পালন করা হচ্ছে ৭৭তম স্বাধীনতা দিবস (Independence Day)। একইরকমভাবে কলকাতার রেড রোডে সকালেই জাতীয় পতাকা উত্তোলন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। একইসঙ্গে রাজ্যের আইএএস, ডব্লিউবিসিএস, আইপিএস আধিকারিকদের সম্মান প্রদান করলেন মুখ্যমন্ত্রী।

এই অনুষ্ঠানে প্রথমে শহিদ স্মারকে মাল্যদান করেন মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। এরপর গার্ড অফ অনার দেওয়া হয় মুখ্যমন্ত্রীকে। জাতীয় পতাকা উত্তোলন করেন মুখ্যমন্ত্রী। এরপর ১১ জন IAS-WBCS  আধিকারিককে কর্মক্ষেত্রে বিশেষ দক্ষতার জন্য পুরস্কৃত করেন। একইসঙ্গে বেশ কয়েকজন IPS আধকারিককেও কর্মক্ষেত্রে অসাধারণ অবদানের জন্য সম্মানিত করেন তিনি। এরপর একে একে কলকাতা পুলিশ বাহিনীর বিভিন্ন শাখার কুচকাওয়াজ। বিভিন্ন সরকারি প্রকল্পের ট্যাবলো কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তের ছাত্র-ছাত্রীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করে। গানের সুরে গলা মেলান মুখ্যমন্ত্রীও।

আরও পড়ুন- স্বাধীনতা দিবস: যে কোনও পরিস্থিতিতে ভারতের পাশে থাকার বার্তা আমেরিকার

Latest article