রাশিয়ায় পেট্রোল পাম্পে ভয়াবহ বিস্ফোরণ, মৃত্যু ৩০ জনের, জখম বহু

Must read

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মাঝেই বিস্ফোরণে কেঁপে উঠল পুতিনের দেশ। দক্ষিণ রাশিয়ার দাগেস্তানে (Russia Dagestan- Blast) একটি পেট্রোল পাম্পের সামনে বিস্ফোরণের ঘটনা ঘটে। এই ঘটনায় এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৩০ জন। বহু মানুষ আহত হয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

রুশ সংবাদ সংস্থা সূত্রে খবর, সোমবার রাতে দাগেস্তানের (Russia Dagestan- Blast) মাখাচাখলা শহরের একটি পেট্রোল পাম্পে বিস্ফোরণ ঘটে। নিহত ৩০ জনের মধ্যে তিনটি শিশুও রয়েছে। দুর্ঘটনার পর দাগেস্তানের আপৎকালীন মন্ত্রক বিবৃতি দিয়ে জানায়, দুর্ঘটনাস্থলের আগুন নিয়ন্ত্রণে। জানা গিয়েছে, পেট্রোল পাম্পে থাকা ৮টি জ্বালানির ট্যাঙ্কের মধ্যে দু’টি ট্যাঙ্কে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। ৬০০ স্কোয়ার মিটার এলাকা জুড়ে হু হু করে ছড়িয়ে পড়ে আগুন। আগুন নেভাতে  নামেন ২৬০ দমকলকর্মী। এরপর ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। স্থানীয় পুলিশকর্মীরা আবারও বিস্ফোরণের আশঙ্কায় ঘটনাস্থল থেকে বাসিন্দাদের সরিয়ে দেন।

আরও পড়ুন- স্বাধীনতা দিবস: যে কোনও পরিস্থিতিতে ভারতের পাশে থাকার বার্তা আমেরিকার

দাগেস্তান প্রশাসনের প্রধান সের্গেই মেলিকোভ বলেন, “ কীভাবে এই বিস্ফোরণ হয়েছে তার তদন্ত চলছে। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন।“ প্রসঙ্গত,  রাশিয়ার দাগেস্তানে সন্ত্রাসবাদী কার্যকলাপ চলে। তাই এই দুর্ঘটনার পিছনে সন্ত্রাসবাদীদের হাত রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

Latest article