সংবাদদাতা, অশোকনগর : গতকালই দুপুরে কথা হয় স্ত্রীর সঙ্গে। বলেছিলেন আগামী শুক্রবারই বাড়ি ফিরবেন। দিন গুনছিলেন স্ত্রী-সহ পরিবারের অন্যরা। কিন্তু ফেরা হল না। ৫ দিন আগেই কফিনবন্দি হয়ে অশোকনগরের বাড়িতে ফিরল ভারতীয় টেরিটোরিয়াল আর্মির জওয়ান নারায়ণ চন্দ্রর (Narayan Chandra) মরদেহ। ব্যারাক থেকে বাইক নিয়ে গুয়াহাটিতে ডিউটি করতে যাচ্ছিলেন। রাস্তাঘাট বন্যায় ছিল পিচ্ছিল। সামনে পড়ে যাওয়া একটি গবাদি পশুর সঙ্গে ধাক্কা লাগে বাইকের। এরপর একটি ইলেকট্রিক পোস্টে সজোরে ধাক্কা মারেন নারায়ণ (Narayan Chandra)। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। এই মর্মান্তিক দুর্ঘটনার খবর শোনামাত্র ভেঙে পড়ে পরিবার। সামাজিক ও মিশুকে হিসাবে নারায়ণ ছিলেন এলাকায় প্রিয়।
আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর নির্দেশে এলাকায় বিধায়ক, প্রতি শনিবার বৈঠক