প্রতিবেদন : ১০৮ পুরসভার ভোট হবে রাজ্য পুলিশ দিয়েই। কলকাতা পুরসভা এবং রাজ্যের চার পুরনিগমের সদ্যসমাপ্ত নির্বাচনের মতো বাকি পুরভোটে নিরাপত্তার দায়িত্ব নিজস্ব বাহিনীর হাতে রাখতে চায় রাজ্য সরকার এবং রাজ্য নির্বাচন কমিশন। বৃহস্পতিবার সন্ধ্যায় নির্বাচন কমিশনারকে চিঠি দিয়ে বাহিনী মোতায়েনের পরিকল্পনা জানিয়ে দিয়েছে নবান্ন। কমিশন সূত্রে খবর, সদ্যসমাপ্ত পুরভোটের নিরাপত্তার মডেল অনুসরণ করেই বাকি পুরসভার ভোটে বাহিনী মোতায়েন করা হবে।
আরও পড়ুন-তৃণমূল কংগ্রেস নেতাকে লক্ষ্য করে গুলি-বোমা
আদালতে দেওয়া হলফনামাতেও বাহিনীর এই বিন্যাস জানিয়ে দেওয়া হবে। ২৭ ফেব্রুয়ারি রাজ্যের ১০৮ পুরসভায় ভোট। বৃহস্পতিবার বিকেলে নবান্ন কমিশনকে চিঠি দিয়ে জানিয়ে দিল রাজ্য পুলিশের সশস্ত্র বাহিনীই থাকবে আসন্ন পুরভোটে। কলকাতা পুরসভা এবং চার পুরসভার নির্বাচনে যে স্কেল ব্যবহার করা হয়েছিল নিরাপত্তার জন্য সেই একই স্কেল থাকছে এই নির্বাচনেও।
আরও পড়ুন-কর্মসংস্থানই তৃণমূলের প্রচারের ইস্যু গুসকরায়
ভোটগ্রহণ কেন্দ্রে ১টি বুথ থাকলে ১ জন এএসআই, ২ জন সশস্ত্র পুলিশ, ১ জন লাঠিধারী পুলিশ। ২টি বুথে ১ জন এসআই, ২ জন সশস্ত্র পুলিশ, ২ জন লাঠিধারী পুলিশ। ৩টি বুথে ১ জন এসআই, ১ জন এএসআই, ২ জন সশস্ত্র পুলিশ, ৩ জন লাঠিধারী পুলিশ। ৪টি বুথে ১ জন এসআই, ১ জন এসআই, ৪ জন সশস্ত্র, ৪ জন লাঠিধারী। ৫টি বুথে ১ জন এসআই, ১ জন এএসআই, ৪ সশস্ত্র, ৫ লাঠিধারী পুলিশ। ৬টি বুথে ১ জন ইন্সপেক্টর, ১ জন এসআই, ৪ জন সশস্ত্র, ৬ জন লাঠিধারী। ৭টি বুথে ১ জন ইন্সপেক্টর, ১ জন এএসআই, ৪ জন সশস্ত্র, ৭ জন লাঠিধারী।