মেলবোর্ন, ৭ নভেম্বর : সেমিফাইনালের আগে টিম ইন্ডিয়ার সবথেকে বড় মাথাব্যথা দীনেশ কার্তিক ও ঋষভ পন্থকে নিয়ে। চূড়ান্ত অফ ফর্মে থাকা কার্তিক ইংল্যান্ড ম্যাচে ফিরবেন নাকি ঋষভ আরও একটা সুযোগ পাবেন, আপাতত চর্চায় এটাই।
আরও পড়ুন-সানির আশা, রোহিত এবার রান করবেন
ইংল্যান্ড ম্যাচে কার্তিক যদি না ফেরেন, তাহলে এমনও হতে পারে তিনি আর কখনও নীল জার্সি গায়ে তোলার সুযোগ পেলেন না! সেমিফাইনালে যদি ঋষভ খেলেন এবং ভারত ফাইনালেও ওঠে, তাহলে মেলবোর্নে মেগা ফাইনালে কার্তিকের ফেরার সুযোগ নেই। কার্তিক-পরবর্তী যুগের ভাবনা ইতিমধ্যেই শুরু হয়েছে। নিউজিল্যান্ড সফরের কোনও দলে জায়গা হয়নি কার্তিকের। তাঁরা তারুণ্যের উপরেই আস্থা রাখছেন। বিশ্বকাপে পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশ ম্যাচে কার্তিকের রান যথাক্রমে ১, ৬ ও ৭। তবে ২০২২-এ ছোট ফরম্যাটের ক্রিকেটে রান পাননি ঋষভও। ১৭ ইনিংসে করেছেন ৩৩৮ রান। কিন্তু ফিনিশার হিসাবে অস্ট্রেলিয়ার উড়ানে জায়গা করে নিয়েছিলেন কার্তিক। কিন্তু তিনি সেই ভূমিকা এখনও পালন করতে পারেননি। তাছাড়া লেগ স্ট্যাম্পের উপর আসা বল ধরা নিয়েও সমস্যায় পড়েছেন বারবার।
আরও পড়ুন-অবশেষে জঙ্গিপুরে দমকল কেন্দ্র, জানালেন বিধায়ক
এই অবস্থায় রাহুল দ্রাবিড় রবিবার ঋষভের পাশে থাকার বার্তা দিয়েছেন। ইঙ্গিত খুব পরিষ্কার, ঋষভই ভবিষ্যৎ। কার্তিক নন। আর সেটাই স্বাভাবিক। কার্তিক এখন ৩৭। প্রাক্তন কোচ রবি শাত্রীও বাজি ধরছেন পন্থের উপরে। তিনি বলেন, ‘‘কার্তিক দুর্দান্ত ক্রিকেটার। আদর্শ টিমম্যান। কিন্তু আমার মতে ভারতীয় দলে একজন বাঁ হাতি আগ্রাসী ব্যাটার দরকার। যে বিপক্ষের বোলিংকে পাল্টা চ্যালেঞ্জের মুখে ফেলতে পারবে। আর সেটা পন্থ।’’ তবে নির্বাচকদের মধ্যে কেউ কেউ বলছেন, কার্তিক ১৭-১৮তম ওভারে নেমে বেশি বল খেলার সুযোগ পাননি। এই দিকটাও সবার ভেবে দেখতে হবে।