সংবাদদাতা, দুর্গাপুর : ‘দেশের জ্বলন্ত সমস্যাগুলি থেকে সাধারণ মানুষের নজর অন্যদিকে ঘুরিয়ে দিতেই অগ্নিপথ-এর মতো বিতর্কিত প্রকল্পকে হাজির করেছে মোদি সরকার। ওঁরা চাইছেন দেশের যুব সমাজকে ‘অগ্নিপথ’ বিতর্কে ব্যস্ত রেখে সেই ফাঁকে লাভজনক রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলিকে বেসরকারি বেনিয়াদের হাতে তুলে দিতে বা পুরোপুরি বন্ধ করে দিতে। কিন্তু মোদি-শাহদের এই চক্রান্ত সফল হতে দেবে না তৃণমূল কংগ্রেস।’
আরও পড়ুন-হাসপাতাল থেকে ছাড়া পেয়ে কবজি-কাণ্ডের ১৭ দিনের মাথায় চাকরিতে যোগ দিলেন অদম্য রেণু
মঙ্গলবার ‘জাগোবাংলা’-কে জানান পশ্চিম বর্ধমান জেলা আইএনটিটইউসি-র প্রাক্তন সভাপতি ও বর্ষীয়ান শ্রমিক নেতা প্রভাত চট্টোপাধ্যায়। তিনি বলেন, ‘দুর্গাপুর ইস্পাত কারখানায় বিদ্যুৎ উৎপাদনকারী সংস্থা এনএসপিসিএল-এর শেয়ার বেসরকারি হাতে জলের দরে বেচে দেওয়ার চক্রান্ত করেছে কেন্দ্র। এখানে সেইল এবং এনটিপিসি-র শেয়ার রয়েছে ৫০ শতাংশ করে। ৭৩ শতাংশ শেয়ার বেসরকারি হাতে দেওয়া প্রায় পাকা করে ফেলেছে। জন্মলগ্ন থেকেই লাভজনক এনএসপিসিএল, রাষ্ট্রায়ত্ত ফেরো স্ক্র্যাপ নিগমে ঝাঁপ ফেলে দিয়ে এমএএমসি, হিন্দুস্তান ফার্টিলাইজার, হিন্দুস্তান কেবলস, বার্ন স্ট্যান্ডার্ড, ভারত অপথ্যালমিক গ্লাস ইত্যাদিকে স্থায়ীভাবে পঙ্গু করে দেওয়ার নীলনকশাও প্রায় চূড়ান্ত।’
তিনি বলেন, ‘দুর্গাপুরের অ্যালয় স্টিলকে স্ট্র্যাটেজিক ডিসইনভেস্টমেন্ট করতে বিশ্ব দরপত্র ডাকে কেন্দ্রের ইস্পাত মন্ত্রক। টানা তিন মাস ধর্না, বিক্ষোভ চালিয়ে তা রুখে দেয় তৃণমূল। এনএসপিসিএল এবং ফেরো স্ক্র্যাপ নিগমকেও কেন্দ্রের গ্রাস থেকে বাঁচাব আমরা।’