চিনে জেট গতিতে ছড়াচ্ছে করোনার ডেল্টা ভেরিয়েন্ট

Must read

করোনার ডেল্টা ভেরিয়েন্টের দাপট ক্রমশ ভয়াবহ হয়ে উঠছে চিনে। খুব অল্পদিনের মধ্যেই বেজিং সহ চিনের ১৫ টি শহরে বেড়ে গিয়েছে সংক্রমণের হার। চিনের সরকারি সংবাদমাধ্যমের তরফে জানানো হয়েছে, ২০১৯ সালে উহানের পর এই সংক্রমণ সবচেয়ে ব্যাপক রূপ নিয়েছে। সংক্রমণের হার ভয়াবহ না হয়ে উঠলেও, অল্পদিনের মধ্যেই যেভাবে এতগুলি শহরে সংক্রমনের খোঁজ মিলেছে তাতে উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন-ফ্রান্সের সরকারি সংস্থাই প্রথম স্বীকার করল পেগাসাসের মাধ্যমে হ্যাক হয়েছে ফোন

জানা গিয়েছে, দাপট কমলেও চিনে কোভিড সংক্রমণ ছড়ানো রুখতে সতর্কতা ছিল পুরোমাত্রায়। ব্যাপকভাবে করোনা পরীক্ষার পাশাপাশি কড়া ভাবে পালন করা হচ্ছিল কোয়ারেন্টাইন। তাতেও ডেল্টার প্রকোপ থেকে পার পেল না চিন। জানা গিয়েছে, পূর্ব চিনের নানজিং শহরের বিমানবন্দর থেকেই করোনার এই নতুন স্ট্রেনের সূত্রপাত হয়। এরপর আস্তে আস্তে তা ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী এলাকাগুলিতে। পূর্বাঞ্চলের পাশাপাশি দক্ষিণ চিনের হুনান প্রদেশেও সংক্রমণের গ্রাফ ঊর্ধ্বমুখী হতে শুরু করেছে। এখনও পর্যন্ত চিনের মোট ৫ টি প্রদেশ ও বেজিং পুরসভার অন্তর্গত এলাকা থেকে কোভিড পজিটিভের সন্ধান মিলেছে বলে দাবি করেছে ‘গ্লোবাল টাইমস’।

আরও পড়ুন-রাজ্যসভায় এবার কি অনাস্থা?

উল্লেখ্য, শি জিনপিংয়ের দেশে উহান থেকে বিশ্বে প্রথম করোনা সংক্রমণের সূত্রপাত হয়। যদিও এরপর থেকে একাধিকবার রূপ বদল করেছে করোনাভাইরাস। সাম্প্রতিক সময়ে ভারতে খোঁজ পাওয়া যায় ডেল্টা ভেরিয়েন্টের। আর এই ভাইরাসকে বর্তমানে সবচেয়ে বেশি বিপজ্জনক বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

Latest article