সংবাদদাতা, শিলিগুড়ি : প্রতিশ্রুতি দিয়েও কাজ করেনি বামেরা। যার ফলে জলকষ্ট বাড়ে শিলিগুড়িতে (Siliguri)। সেই কাজ সম্পন্ন রাজ্য সরকারের উদ্যোগে সম্পন্ন করল শিলিগুড়ি পুরসভা। শিলিগুড়ির বাসিন্দাদের জল সমস্যার সমাধানে অপরিশোধিত জল উত্তোলনের বিকল্প ব্যবস্থার শিলান্যাস হল বৃহস্পতিবার। মেয়র গৌতম দেব প্রকল্পের শিলান্যাস করেন। এদিন শিলান্যাসের পরই ইনটেক ওয়েলের কাজ শুরু হয়। মেয়র বলেন, এই কাজ সম্পন্ন হতে সময় লাগবে ৩ মাস।
আরও পড়ুন-তপ্ত কাঞ্চনবর্ণা দুর্গার আরাধনা রাজবাড়িতে
এই প্রকল্পের কাজের জন্য ৬ কোটি ৯ লক্ষ ২৫ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। এই অর্থ পুর ও নগর উন্নয়ন দফতর দিয়েছে। তবে কাজটি জনস্বাস্থ্য কারিগরি দফতর করছে। ইতিমধ্যেই সেচ দফতর থেকে এনওসি নিয়ে ফুলবাড়ি ক্যানেলের পাশ দিয়ে এই কাজ করা হবে। এই কাজের জন্য পুণে থেকে যন্ত্রপাতি আনা হয়েছে। শিলান্যাসে ছিলেন পুরসভার জল বিভাগের মেয়র পরিষদ দুলাল দত্ত, কমল আগরওয়াল, মিলি সিনহা সহ অন্যরা। মেয়র গৌতম দেব বলেন, পার্মানেন্ট ইনটেক ওয়েলের কাজ আগামী তিন মাসের মধ্যে শেষ হবে। তবে এই কাজটি ১৯৯৪ সালে করার কথা ছিল। সেটা ২০২৩ সালে হল। এই কাজ হলে ব্যারেজ পরিষ্কার-সহ নানা সুবিধা হবে। যারা আগে সরকারে ছিল বা পুরসভায় ছিল, তারা করেনি।